রাজ্য বিভাগে ফিরে যান

‘আপন বাংলা’ নামে নয়া পোর্টাল চালু করছে রাজ্য, কী থাকছে সেখানে?

February 21, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘আপন বাংলা’ নামে একটি নয়া পোর্টালও চালু করছে রাজ্য। যার মধ্যে বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত বাঙালিদের আলাদা পরিচয়পত্র দেবে রাজ্য সরকার। তাঁদের জন্য ইস্যু করা হচ্ছে ‘আপন বাংলা’ কার্ড। এই কার্ডের সুবাদে বাণিজ্য সম্মেলনগুলিতে সামিল হতে পারবেন এই প্রবাসীরা। এর ফলে বাংলায় বিদেশি বিনিয়োগের পথ সুগম হবে বলে মনে করছে রাজ্য।

এই কার্ডে পাসপোর্ট নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং তিনি কোন দেশের বাসিন্দা, তা উল্লেখ করা থাকবে। পোর্টালে নির্দিষ্ট তথ্য দেওয়ার পরে কার্ড তৈরি হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবেই। এঁদের জন্য প্রবাসী বাংলা সহায়তাকেন্দ্রও চালু করা হবে। প্রবাসীরা যাতে নিজের শিকড় চিনতে পারেন, সেই উদ্দেশ্যে তাঁদের নিয়ে পৃথক পর্যটন পরিকল্পনা রয়েছে রাজ্যের। নিজের জেলাকে চেনানোর জন্যও থাকবে বিশেষ ব্যবস্থা। শুধু তাই নয়, বিজিবিএস, কলকাতা বইমেলা, কলকাতা ফিল্ম ফেস্টিভালে অংশ নেওয়ার ক্ষেত্রেও বিশেষ অগ্রাধিকার পাবেন তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Apan Bangla, #International Mother Language Day

আরো দেখুন