← রাজ্য বিভাগে ফিরে যান
জেনে নিন আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরবঙ্গের দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সকালের দিকে মেঘলা থাকলেও পরে আকাশ পরিষ্কার থাকবে।
আদ্রতার কারণে দিনে গরম থাকবে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টা ২২ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি তাপমাত্রা থাকার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। রাতের তাপমাত্রা একই থাকলেও দিনের তাপমাত্রা আগামী দু-তিন দিনে সামান্য বাড়বে।