হাতির হানা থেকে পরীক্ষার্থীদের বাঁচাতে নয়া নির্দেশিকা জারি করল বনদপ্তর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বড়জোড়া, বেলিয়াতোড় ও সোনামুখী রেঞ্জের বিভিন্ন জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় আশিটি হাতি। হাতির হানায় মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। তাই জঙ্গল লাগোয়া গ্রামগুলির মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে বন দপ্তর।
অন্যদিকে বৃহস্পতিবার সকালে প্রথম দিনের পরীক্ষা দিতে যাওয়ার পথে জলপাইগুড়ির বেলাকোবায় বৈকুণ্ঠপুরের জঙ্গল লাগোয়া এলাকায় হাতির হানায় মৃত্যু হয়েছে এক মাধ্যমিক পরীক্ষার্থীর। বাবার সঙ্গে বাইকে করে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় হাতি পিষে মারে অর্জুন দাস নামে ওই ছাত্রকে। তারপরেই প্রশ্ন ওঠে, দক্ষিণবঙ্গের জঙ্গল লাগোয়া গ্রামগুলির মাধ্যমিক পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা গেলে উত্তরবঙ্গে কেন করা যাবে না!
উত্তরবঙ্গের এই মর্মান্তিক ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একগুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্য বনদপ্তর।
কী রয়েছে নির্দেশিকায়-
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সমস্ত বনকর্মীকে সচেতন থাকতে হবে। কোনও পড়ুয়া বা পরীক্ষার্থী যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো বা বাড়ি ফেরার পথে কোনও হাতির মতো জন্তুর কবলে না পড়ে তা নিশ্চিত করতে হবে।
- হাতি রয়েছে যেসব এলাকায় সেই এলাকাগুলিতে অস্থায়ী প্রবেশ ও বাহির পথের গেট বসাতে হবে।
- বিশেষ গাড়ির ব্যবস্থা করতে হবে।
- পরীক্ষা চলাকালীন সমস্ত বনকর্মীর ছুটি বাতিল হবে।
- স্থানীয় প্রশাসন ও পুলিশ খতিয়ে দেখবে সব ব্যবস্থা ঠিকঠাক হচ্ছে কিনা।
- প্রয়োজনে পরীক্ষার্থীদের গাড়ি করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে হবে।
- বিশেষ নিরাপত্তা বাহিনী প্রতিদিন এই ব্যবস্থাপনা নিয়ে বন দপ্তরকে রিপোর্ট দেবে।
- মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ ব্যবস্থা নিতে হবে ডিএফও-দের। হাতির হামলা থেকে বাঁচতে কোন কোন রাস্তা এড়াতে হবে তা জানাতে হবে।