কলকাতা বিভাগে ফিরে যান

ট্রামের ১৫০ বছর উপলক্ষ্যে পাঁচদিন ব্যাপী উৎসবের আয়োজন কলকাতায়

February 24, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতার গণপরিবহণে ট্রাম ওতপ্রোতভাবে জড়িত, শহরের ইতিহাসের জীবন্ত দলিল বললেও ভুল হয় না। কিন্তু আজকের ব্যস্ত জীবনে অনেকটাই ব্যাকফুটে ট্রাম! এসপ্ল্যানেড-গড়িয়াহাট এবং টালিগঞ্জ-বালিগঞ্জ রুটে আজও ছুটে চলে ট্রাম। একমাত্র কলকাতাতেই আজও সচল ট্রাম। কলকাতার ট্রামই এশিয়ার সবচেয়ে পুরোনো গণপরিবহণ মাধ্যম। আজ, ২৪ ফেব্রুয়ারি ট্রামের জন্মদিন, কলকাতার রাস্তায় ট্রামের চাকা গড়ানোর ১৫০ বছর পূর্ণ হচ্ছে আজকেই। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের সাহায্যে, কলকাতার কয়েকজন ট্রামপ্রেমী পাঁচদিন ব্যাপী উৎসবের মাধ্যমে ২৪ ফেব্রুয়ারি দিনটিকে উদযাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

গড়িয়াহাট ট্রাম ডিপোতে শনিবার ট্রামযাত্রা নামক সংগঠন সেই উৎসবের সূচনা করল। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর রজনভির সিং কাপুর ও অন্যান্যরা অনুষ্ঠানে হাজির ছিল। ট্রাম পরিবেশবান্ধব, ট্রামের সেই বৈশিষ্টকে তুলে ধরতেই, এ বছর ট্রামযাত্রার থিম, হেরিটেজ-বিশুদ্ধ বাতাস-গ্রিন মোবিলিটি। থিমের উপর ভিত্তি করেই তিন-চারটি ট্রাম সাজানো হবে। এসপ্ল্যানেডে ট্রামের প্রদর্শনী হবে। সারা পৃথিবীর বিভিন্ন দেশের ট্রামের মডেল রাখা হবে। ট্রামে ট্রামে অনুষ্ঠিত হবে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক। সেমিনার, বিতর্কসভার আয়োজন করা হয়েছে। থাকছে অঙ্কন, প্রবন্ধ প্রতিযোগিতা। সংস্থার আরেক প্রতিষ্ঠাতা তথা মেলববোর্নের অবসরপ্রাপ্ত ট্রামচালক রবার্তো ডি’অ্যান্ড্রিয়া, অস্ট্রেলিয়া থেকে তিনিও আসছেন এই অনুষ্ঠানে যোগ দিতে। রজনভির সিং কাপুরের কথায়, লাইব্রেরি, কিডস ট্রাম, আর্ট গ্যালারি, কিউআর টিকিটিং, ফ্রি ওয়াইফাই, এসির ব্যবস্থা করা, গড়িয়াহাট ট্রাম ডিপোতে ক্যাফে তৈরি ইত্যাদির মাধ্যমে ট্রামকে আকর্ষণীয় করার চেষ্টা করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #birthday, #Tram

আরো দেখুন