← রাজ্য বিভাগে ফিরে যান
জানুন কেমন থাকবে আজ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতার তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রির মধ্যে থাকবে আগামী ২৪ ঘণ্টা।
কলকাতা, হাওড়া হুগলি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনাতে পরিষ্কার আকাশ থাকার পূর্বাভাস হাওয়া অফিসের। বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা কুয়াশা থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আর্দ্রতাজনিত কারণে প্রচণ্ড গরম এবং অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ৫ জেলা – জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিংয়ে ভারী কুয়াশা থাকার পূর্বাভাস হাওয়া অফিসের।
দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।