দেশ বিভাগে ফিরে যান

RBI-এর তালিকায় টানা বারো দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক! জেনে নিন কবে কবে

February 25, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী মার্চ মাসে টানা বারো দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। কারণ এই মার্চ মাসেই রয়েছে, হোলি সহ একাধিক উৎসব-অনুষ্ঠান ও সাপ্তাহিক ছুটি। ইতিমধ্যে RBI-এর অফিসিয়াল সাইটে প্রকাশ হয়েছে ছুটির তালিকা।

গ্রাহক থেকে শুরু করে কর্মচারীরা যাতে কোনও সমস্যায় না পড়েন তার জন্য আগে থেকে ব্যাঙ্ক ছুটির নোটিশ জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ।

একনজরে দেখে নিন সেই ছুটির তালিকা

৩ মার্চ – চাপচর কুট (মিজোরাম)

৫ মার্চ – রবিবার (সাপ্তাহিক ছুটি)

৭ মার্চ – হোলি / হোলিকা দহন / দোল যাত্রা

৮ মার্চ – ধুলেতি / দোল যাত্রা / হোলি / ইয়াওসাং

৯ মার্চ – হোলি (পাটনা)

১১ মার্চ – দ্বিতীয় শনিবার (সাপ্তাহিক ছুটি)

১২ মার্চ – রবিবার (সাপ্তাহিক ছুটির দিন)

১৯ মার্চ – রবিবার (সাপ্তাহিক ছুটি)

২২ মার্চ – গুড়ি পড়ওয়া / উগাদি / বিহার দিবস / প্রথম নবরাত্রি / তেলেগু নববর্ষ

২৫ মার্চ – চতুর্থ শনিবার (সাপ্তাহিক ছুটি)

২৬ মার্চ – রবিবার (সাপ্তাহিক ছুটির দিন)

৩০ মার্চ – রাম নবমী

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র শাখাগুলিই বন্ধ থাকবে, তবে গ্রাহকরা নেট ব্যাঙ্কিং সহ যেকোনও অনলাইন পরিষেবা নিতে পারবেন। RBI-এর ওয়েবসাইট অনুসারে, এই ছুটি যদি রাজ্যভিত্তিক হয়, তবে গোটা দেশের ব্যাঙ্কগুলিতে তেমন প্রভাব পড়বে না বলে মনে করছে ওয়াকিবহল মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#RBI, #BANK

আরো দেখুন