খেলা বিভাগে ফিরে যান

ম্যাড়ম্যাড়ে ডার্বিতে সম্মান রক্ষার লড়াইয়ে লাল হলুদ, মোহনের লক্ষ্য ৩-এ থাকা

February 25, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর মাত্র কয়েক ঘণ্টা পরই এই মরশুমের শেষ ISL ডার্বি। শুক্রবার বিকেলেও যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে মোহনবাগান, ইস্টবেঙ্গলের চূড়ান্ত প্রস্তুতি এদিকে সমর্থক শূন্য। উন্মাদনার লেশমাত্র নেই। যত দিন যাচ্ছে, ডার্বি নিয়ে উন্মাদনা ততই কমছে? যদিও আজকের ডার্বির সেই অর্থে কোনও স্টেক নেই, তবুও।

শুক্রবার বিকেলে সংশ্লিষ্ট দলের কর্তা এবং সাংবাদিকরা ছাড়া কেউ ছিলনা যুবভারতীতে। বড় ম্যাচের আগের দিনটা এতটাই ম্যাড়ম্যাড়ে। আইএসএলের শেষদিকে ম্যাচ ফেলার ফল। এবারের ডার্বি থেকে অবশ্য বেশি কিছু পাওয়ার নেই। মোহনবাগান জিতে তিন নম্বরে শেষ করলে ঘরের মাঠে নক আউট পর্ব খেলার সুযোগ পাবে। এদিকে লিগ টেবিলের ১০ নম্বরে থাকা ইস্টবেঙ্গল ডার্বি জিতে সারা বছরের গ্লানি মেটানোর চেষ্টা করবে।

টানা সাতটি ডার্বিতে অপরাজিত এটিকে মোহনবাগান। খাতায় কলমে শনিবারও ফেভারিট সবুজ মেরুন। তবে কার্ডের জন্য নেই ব্রেন্ডন হ্যামিল।‌ চোট রয়েছে কার্ল ম্যাকহিউয়ের। তিনটে হলুদ কার্ড দেখেছেন তিনি । ডার্বিতে আবার কার্ড দেখলেই প্লে অফে তাঁকে আর পাওয়া যাবে না। তাই রিজার্ভে রাখা হবে কার্লকে। অবশ্য চোট সারিয়ে দলে ফিরবেন হুগো বুমোস।

ইস্টবেঙ্গলের কাছে হারানোর কিছু নেই। শেষ ম্যাচে মুম্বইকে হারিয়েছে তারা, যারা এ বার অপ্রতিরোধ্য ছিল। দু’বার হারিয়েছে বেঙ্গালুরুকে। জেতার মতো খেলেও অনেক ম্যাচেই শেষ দিকে মনোযোগ হারানোর কারণে হারতে হয়েছে। ইস্টবেঙ্গলে চোট-আঘাতের কোনও সমস্যা নেই তাই পুরো শক্তির দল নিয়েই নামবে তারা। খেলবেন ক্লেটন, জেক জার্ভিস, নাওরেম মহেশ, প্রত্যেকেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#East Bengal Mohun Bagan, #Derby, #East Bengal Club, #Mohun Bagan A.C., #indian super League, #ISL

আরো দেখুন