টানা আটটি কলকাতা ডার্বিতে হারল ইস্টবেঙ্গল, হতাশা গ্রাস করেছে লাল-হলুদ সমর্থকদের
মোহনবাগান-২ (স্লাভকো, পেত্রাতোস)
ইস্টবেঙ্গল–০
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবারও জয় অধরা থাকল ইস্টবেঙ্গলের। টানা আটটি কলকাতা ডার্বিতে হারল স্টিফেনের ছেলেরা। আইএসএলের ব্যর্থতার অতলে তলিয়ে গেল। হারের হতাশা আরও বেশি করে গ্রাস করেছে লাল-হলুদ সমর্থকদের।
সবুজ মেরুন শিবির এদিনের ডার্বি জিতে তালিকায় তৃতীয় স্থানে শেষ করল। এবার তারা প্লে অফে ঘরের মাঠে খেলতে নামবে। এটাই তাদের জয়ের সার্থকতা।
খেলার ৬৭ মিনিটে গোল করে এগিয়ে গেল এটিকে মোহনবাগান। তাদের হয়ে দামজানোভিচ গোল করে এগিয়ে দিয়েছেন। শেষ গোলটি করলেন পেত্রাতোস, কিয়ান নাসিরির পাস থেকে আসল কাজ সেরে দিয়েছেন দলের নামী বিদেশি।
বিরতির পরে দুটি দল আরও তেড়েফুড়ে খেলেছে। কিন্তু আসল কাজটি সেরে দিয়েছেন সাদা জার্সিতে খেলা এটিকে মোহনবাগান।
কলকাতা ডার্বি ম্যাচ যেরকম হওয়া উচিত, তেমনি হয়েছে খেলার প্রথমার্ধে। আক্রমণ-প্রতি আক্রমণে দুটি দলই খেলছে। প্রথম ৪৫ মিনিট দুটি দলই গোলের সুযোগ পেয়েছে। খেলায় এটিকে মোহনবাগানের বলের দখল বেশি থাকলেও, লাল হলুদ কম যায়নি। তারাও গোলের সুযোগ পেয়েছে।
দ্বিতীয়ার্ধেও শুরুটা ভাল করে এটিকে মোহনবাগান। প্রথম থেকেই ইস্টবেঙ্গল রক্ষণের উপর চাপ বাড়াতে থাকে তারা। ৫২ মিনিটেই এগিয়ে যেতে পারত মোহনবাগান। অল্পের জন্য এগোতে পারেনি। ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের কাটিয়ে বাঁ দিক থেকে উঠে এসে আশিক পাস বাড়িয়েছিলেন পেত্রাতোসকে।
অস্ট্রেলীয় স্ট্রাইকারের শট বার ছুঁয়ে বেরিয়ে যায়। এর পর বেশ কিছু ক্ষণ দু’দলের কোনও আক্রমণাত্মক মুভ দেখা যায়নি। তবে যোগ্য দল হিসাবেই এগিয়ে যায় মোহনবাগান।
৬৮ মিনিটে মোহনবাগান গোল পেয়ে যায় সেই ইস্টবেঙ্গল রক্ষণের ভুলে। বাঁকানো কর্নার করেছিলেন পেত্রাতোস। মনবীর সিংহ ব্যাক হিল গোলের দিকে পাঠান। স্লাভকোর হেড প্রথমে বারে লাগে। ফিরতি বল জালে জড়িয়ে দেন তিনিই। দ্বিতীয় গোল ৯০ মিনিটে। গোলদাতা ডার্লিং অফ দ্য ক্রাউড পেত্রাতোস।