রাজ্য বিভাগে ফিরে যান

বুনিয়াদী শিক্ষায় দেশের বড় রাজ্যগুলির মধ্যে শীর্ষে বাংলা, বলছে খোদ কেন্দ্র

February 26, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রাথমিক শিক্ষায় বড় রাজ্যগুলোর মধ্যে শীর্ষে বাংলা, খোদ মোদী সরকার এমনটাই জানাচ্ছে। প্রধানমন্ত্রীর দপ্তরের ইকনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের ফাউন্ডেশনাল লিটারেসি অ‌্যান্ড নিউমেরেসি ইনডেক্স, ২০২২-কে উপজীব্য করে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ইন্সটিটিউট ফর কম্পিটিটিভনেস, স্ট্যানফোর্ডের সঙ্গে যৌথভাবে সমীক্ষাটি করা হয়েছে। সারা ভারতের শিক্ষাসংক্রান্ত উন্নয়নের স্কোরকার্ডে বাংলার নম্বর অত্যন্ত ভাল। বৃহৎ রাজ্যগুলোর মধ্যে সেরার স্থান পেয়েছে বাংলা। ডবল ইঞ্জিন রাজ্যগুলো অনেকটাই পিছিয়ে। ইউএসএআইডি এবং রুম টু রিড সংস্থা দুটি রিপোর্টের তথ্য পরিসংখ্যানকে মান্যতা দিয়েছেন। শিক্ষাসংক্রান্ত ব্যবস্থাপনা, পড়াশোনার সুবিধা পাওয়া, পড়ুয়াদের স্বাস্থ্য, সামগ্রিক পরিচালন ব্যবস্থা ও পড়াশোনার ফলে প্রাপ্ত শিক্ষার মান; সব মিলিয়ে মোট পাঁচটি সূচকের ভিত্তিতে সমীক্ষা করা হয়েছে।

বাংলার শিক্ষামন্ত্রী নিজে এই সাফল্যের কথা জানিয়েছেন। তিনি টুইটে লেখেন, খোদ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সংসদ এবং ইন্সিটিটিউট ফর কম্পিটিটিভনেস, স্ট্যানফোর্ড বিশ্ববিদ‌্যালয় প্রকাশিত রিপোর্টে ৫৪.৫৮ পেয়ে দেশের সমস্ত বড় রাজ‌্যগুলির মধ্যে বিদ‌্যালয়ে বুনিয়াদী শিক্ষা এবং গাণিতিক সাক্ষরতার দিক থেকে বাংলা প্রথম।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিল ফাউন্ডেশনাল লিটারেসি ও নিউমেরেসি রিপোর্ট, ২০২২‌ প্রকাশ করেছে। ওই রিপোর্টে পৃথকভাবে দেশের সব রাজ্যের শিক্ষাসংক্রান্ত উন্নয়নের স্কোরকার্ড প্রকাশিত হয়েছে। প্রাথমিক স্তরের অর্থাৎ ১০ বছরের কম বয়সিদের পড়াশোনায় এগিয়ে বাংলা। দেশের বড় রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে বাংলা। বাংলার প্রাপ্ত ৫৪.৯৮ নম্বর। বড় রাজ্যগুলির মধ্যে‌ ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশের পরিস্থিতি সবচেয়ে বাজে। বুনিয়াদি শিক্ষায় যোগী রাজ্যের প্রাপ্ত নম্বর ৩৭.৪৬। বলাইবাহুল্য, খোদ মোদী সরকারের পরিসংখ্যানই বলে দিচ্ছে বাংলা ডবল ইঞ্জিন রাজ্যগুলোর তুলনায় শিক্ষায় এগিয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Primary Education

আরো দেখুন