দেশ বিভাগে ফিরে যান

চব্বিশে মাথাব্যথা কারণ পূর্ব-ভারত? বাংলা-বিহার-ওড়িশা নিয়ে চিন্তায় পদ্মশিবির

February 26, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলা-বিহার-ওড়িশা, এক কথায় মোঘল আমলের সুবে বাংলা এখন ঘুম কেড়েছে বিজেপির। এমনিতেই গেরুয়া শিবিরের অন্দরে লোকসভার আসন নিয়ে ক্রমেই ঘনাচ্ছে সিঁদুরে মেঘ। অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ নিয়ে ভয়ে কাঁটা বিজেপি। ২০২৪ সালে তিন রাজ্যে লোকসভা ভোটে বিজেপির ফলাফল নিয়ে দুশ্চিন্তায় মোদী শিবির।

উল্লেখ্য, বাংলা-বিহার-ওড়িশা তিন রাজ্য মিলিয়ে লোকসভা আসন সংখ্যা ১০৩। ২০১৯ সালে ১০৩টি আসনের মধ্যে ৪৩টি আসনে জয় পেয়েছিল বিজেপি। যদিও বিহারে নীতীশ কুমার ও রামবিলাস পাসোয়ানরা তখন এনডিএ-র সঙ্গে ছিল। বিজেপির সঙ্গ ছেড়ে নীতীশ কুমার তেজস্বীর হাত ধরেছেন। রামবিলাসের মৃত্যুর পর, তাঁর দল শেষ। চিরাগ পাসোয়ানের সাহায্য পাবে না বিজেপি। ফলে বিহারে বিজেপিকে একাই লড়াই করতে হবে।

অন্যদিকে, বাংলায় ২০১৯ সালে ১৮টি আসন পেয়েছিল বিজেপি। তারপর কেটে গিয়েছে একুশের বিধানসভা নির্বাচন, লাগাতার জমি হারিয়েছে বিজেপি। দলের অভ্যন্তরীণ সমীক্ষা নাকি উঠে এসেছে বাংলার মাটি ফুটবে না পদ্ম। সাত-আটটা আসনেও জয় পাওয়া সম্ভব কি না, তা নিয়ে খোদ গেরুয়া শিবিরের আন্দরেই সংশয় রয়েছে। ওড়িশার ২১টি আসনের মধ্যে ৮টি আসনে জয় পেয়েছিল গেরুয়া শিবির। এখন বিজেপির চিন্তা, এবারে নবীন পট্টনায়কের রাজ্যে হয়ত আটটা আসনও আসবে না বিজেপির ঝুলিতে। ১০৩ আসনের মধ্যে সিংহভাগ আসনই যাবে বিরোধীদের ঝুলিতে, এতেও ভয় ধরেছে গেরুয়া শিবিরে।

অন্যদিকে, বিরোধী দলগুলো প্রায় একজোট। জোটের আনুষ্ঠানিক ঘোষণা সময়ের অপেক্ষা মাত্র। ২০২৪ সালে রাজ্যগুলিতে বিজেপি বিরোধী শক্তিগুলির আসন সংখ্যা বাড়বে। বিজেপির আসন ভাল সংখ্যায় কমার আশঙ্কা জোরালো হচ্ছে। বাস্তবসম্মতভাবে কোনও রাজ্যেই বিজেপি আসন বৃদ্ধির কোনও লক্ষণ নেই। বছর ঘুরলেই লোকসভা ভোট, ক্রমেই এগিয়ে আসছে সময়। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যত সময় এগোচ্ছে ততই দিশেহারা হয়ে পড়ছে গেরুয়া শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Amit shah, #Odisha, #Bihar, #Modi Government, #Lok Sabha elections 2024

আরো দেখুন