খেলা বিভাগে ফিরে যান

বঙ্গের দাবা ব্রিগেডে নতুন নক্ষত্র, বাংলা থেকে ১১তম গ্র্যান্ডমাস্টার হচ্ছেন সায়ন্তন

February 27, 2023 | < 1 min read

গ্র্যান্ডমাস্টার হওয়ার যোগ্যতা অর্জন করলেন সায়ন্তন দাস, ছবি সৌজন্যে- ফেসবুক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার ক্রীড়া মানচিত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে দাবা। বাংলায় দাবার ঐতিহ্য সুদীর্ঘ, সে তালিকায় নয়া সংযোজন হলেন সায়ন্তন দাস। বাংলা থেকে একাদশতম দাবাড়ু হিসেবে গ্র্যান্ডমাস্টার হওয়ার যোগ্যতা অর্জন করে ফেললেন সায়ন্তন দাস। ফ্রান্সে আয়োজিত এক প্রতিযোগিতায় জয় পেয়ে এই নজির গড়লেন সায়ন্তন দাস। উল্লেখ্য, এর আগে চারটি গ্র্যান্ডমাস্টার নর্ম পেয়েছিলেন সায়ন্তন দাস। ফ্রান্সের এক প্রতিযোগিতায় জিতে গ্র্যান্ডমাস্টার হওয়ার প্রয়োজনীয় রেটিং পয়েন্ট অর্জন করলেন সায়ন্তন দাস।

সায়ন্তনের সাফল্যে উচ্ছ্বসিত বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়াও। তাঁর কথায়, সায়ন্তনের সাফল্য প্রমাণ করে বাংলার দাবা সঠিক পথে রয়েছে। ২৬ বছর বয়সী সায়ন্তন কলকাতার গুডরিক ন্যাশনল চেস অ্যাকাডেমিতে দাবা শেখেন। ছাত্রের সাফল্যে খুশি কোচ সপ্তর্ষি রায়ও। তাঁর মতে সায়ন্তনের আরও আগে গ্র্যান্ডমাস্টার হয়ে যাওয়া উচিত ছিল। ছাত্রের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন গুরু সপ্তর্ষি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #chess, #Sayantan Das, #Grandmaster

আরো দেখুন