খেলা বিভাগে ফিরে যান

প্রতীক্ষার অবসান, FIFA-র বিচারে ‘দ্য বেস্ট’ মেসিই

February 28, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কাতার বিশ্বকাপে তাঁর হাতেই উঠেছিল বিশ্বকাপ। এবার সেই লিওনেল মেসির মুকুটে যুক্ত হল আরও একটি পালক। ফিফার পুরুষদের বিভাগে বর্ষসেরার স্বীকৃতি পেলেন আর্জেন্টিনার মহাতারকা।

সোমবার, ২৭ ফেব্রুয়ারির রাতে প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ (The Best FIFA Football Awards 2022)-এর বিজয়ী হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়। এই নিয়ে তাঁর কেরিয়ারে ২য় ফিফা বর্ষসেরা ফুটবলার অ্যাওয়ার্ড পেলেন মেসি৷ ২০১৯ সালে ‘ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার’ নামক পুরস্কারটি জিতেছিলেন এলএমটেন। এবারের বর্ষসেরার কৃতিত্ব পেয়ে তিনি CR7 এবং রবার্ট লেওয়ানডস্কির সঙ্গে সমান হলেন৷

৮ অগস্ট ২০২১ থেকে ১৮ ডিসেম্বর ২০২২ পর্যন্ত সময়কালে ফুটবলে সেরা পারফরম্যান্সের যোগ্য দাবিদার হিসেবে ‘দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড’ (FIFA Best Player Of The Year) জিতলেন মেসি। তবে এই তালিকায় ছিলেন ব্যালন ডি’অর জয়ী ফ্রেঞ্চ ফুটবল তারকা করিম বেঞ্জেমা ও কাতার বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী কিলিয়ান এমবাপে। কিন্তু শেষ পর্যন্ত দু’জনকেই পিছনে ফেলে দিয়ে সেরার পুরস্কার জিতে নেন ৩৫ বছর বয়সী ফুটবলের যুবরাজ।

উল্লেখ্য, ২০১৬ সালে চালু হওয়া ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ দুবার করে জিতেছেন পর্তুগিজ ও পোলিশ তারকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Lionel Messi, #FIFA, #Karim Benzema, #Kylian Mbappe, #FIFA The Best, #LM 10

আরো দেখুন