রাজ্য বিভাগে ফিরে যান

অ্যাডিনো রুখতে জারি নির্দেশিকা, চালু ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর ১৮০০৩১৩৪৪৪২২২

March 1, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজও তাজা করোনার স্মৃতি। এর মধ্যেই ফের হানা দিয়েছে আরেক ভাইরাস। জ্বর, সর্দি, কাশি শুরু হয়েছে ঘরে ঘরে। গোদের উপর বিষ ফোঁড়া শ্বাসকষ্ট। প্রধানত শিশুরাই আক্রান্ত হচ্ছে। ঋতু পরিবর্তনজনিত সর্দি, কাশি ছাড়াও অ্যাডিনোসহ মরশুমি ভাইরাসের দাপট চলছে। একের পর এক শিশুর মৃত্যুর খবরে আতঙ্কিত সাধারণ মানুষ। অ্যাডিনোসহ মরশুমি ভাইরাসের সংক্রমণ রুখতে জরুরি ভিত্তিতে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্যদপ্তর। ওই নির্দেশিকায় বাংলার প্রতিটি মেডিক্যাল কলেজ, জেলা, মহকুমা ও স্টেট জেনারেল হাসপাতালে শিশুদের শ্বাসকষ্টের সমস্যার জন্য আলাদা ক্লিনিক খোলার নির্দেশ দেওয়া হয়েছে। আউটডোরের ভিড় কমাতে এবং দ্রুত চিকিৎসা শুরু করতে এমন নির্দেশ দেওয়া হয়েছে। মেডিক্যাল কলেজগুলিতে শিশু বিভাগে ২৪ ঘণ্টার ইমার্জেন্সি চালু রাখার কথা বলা হয়েছে। অন্যান্য হাসপাতালে আউটডোরের পাশাপাশি ইমার্জেন্সিতে শিশু চিকিৎসক থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ২৪ ঘণ্টার বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর, ১৮০০৩১৩৪৪৪২২২।

নির্দেশিকায় জানানো হয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসা শিশুদের জন্য বেডের ব্যবস্থা না করে রেফার করা যাবে না। সমস্ত ভেন্টিলেটর প্রস্তুত রাখতে হবে। বি সি রায়, ন্যাশনাল মেডিক্যাল, উত্তরবঙ্গ, বাঁকুড়া ও মালদহ জেলা হাসপাতাল বাকি হাসপাতালগুলির পরামর্শদাতা রূপে কাজ করবে। ভিড় এড়িয়ে যেতে এবং মাস্ক ব্যবহার নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে বলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Helpline Number, #Adenovirus, #Guidelines

আরো দেখুন