রাজ্য বিভাগে ফিরে যান

আবারও তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান উত্তর ২৪ পরগনায়, এবার দেগঙ্গায়

March 1, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাইগাছি এলাকায় দুটি কূপ থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন শুরু করেছে। ২০২০ সালের ডিসেম্বর মাসে বাইগাছিতে প্রথম কূপ উদ্বোধনের পরই জেলাজুড়ে তেল ও গ্যাসের খোঁজ শুরু করা হয়েছিল। পরে অশোকনগরেরই দৌলতপুরের ড্রিল সাইট থেকে গ্যাস ও তেলের বিপুল ভান্ডারের খোঁজ পাওয়া গিয়েছে। বনগাঁর কামদেবপুর মৌজায় গরীবপুরেও অনুসন্ধানের কাজ শুরু করা হয়েছে।


এবার দেগঙ্গা। সেখানে ফের বিপুল গ্যাস ও খনিজ তেল ভান্ডারের সন্ধান পেয়েছে ওএনজিসি। ড্রিল সাইট তৈরির উদ্যোগ বিভিন্ন মহলে উৎসাহ তৈরি করেছে। দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের হামাদামা এলাকায় আগেও ড্রিল সাইট তৈরি করে প্রাকৃতিক গ্যাসের খোঁজ চালিয়েছিল ওএনজিসি। প্রযুক্তিগত সমস্যা সহ নানান কারণে সেই সময় খুব একটা সম্ভাবনা পাওয়া যায়নি। তবে নতুন করে অনুসন্ধ্যানের পর দেগঙ্গায় বিপুল সম্ভাবনার কথা উঠে আসে। সেইমতো হামাদামা বাজার এলাকায় ড্রিল সাইটের জন্য জমি চিহ্নিত করা হয়। ওএনজিসি কর্তারা এলাকা পরিদর্শন করে চাষিদের সঙ্গে জমি নিয়ে বৈঠকও করেছেন। সেখানে বলা হয়েছে, ওই ড্রিল সাইট তৈরির জন্য প্রায় ১৮ বিঘা জমি প্রয়োজন। তিন বছরের জন্য ওই জমি লিজে নেওয়া হবে। স্থানীয়দের দাবিমতো জমির চরিত্র অনুযায়ী ক্ষতিপূরণ বৃদ্ধি ও জমিদাতাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের দাবি ওএনজিসি কর্তৃপক্ষ খতিয়ে দেখা শুরু করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#natural gas, #West Bengal, #Oil, #Deganga

আরো দেখুন