হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেন হৃদ রোগে আক্রান্ত হয়েছেন। দু’দিন আগে তিনি আক্রান্ত হলেও বৃহস্পতিবারই খবরটি প্রকাশ্যে এসেছে। অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছে। হার্টে স্টেন্ট বসানো হয়েছে।
বাবার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে সুস্মিতা লেখেন, “নিজের হৃদয়কে খুশি রাখো এবং সাহসী করে তোলো। কারণ সে তখন তোমার পাশে থাকবে, যখন তাঁকে তোমার সবথেকে বেশি দরকার হবে। এই কথাই আমার বাবা আমায় বলেছিলেন। কয়েক দিন আগে আমার হার্ট অ্যাটাক হয়। অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছে। স্টেন্ট বসেছে যথাস্থানে। সব থেকে বড় কথা, আমার চিকিৎসক আমায় বলেছেন, আমার হৃদয় সত্যিই বড়। আমি তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যাঁরা সেই সময় আমার পাশে ছিলেন।”
সুস্মিতাকে বরাবরই হাসিমুখে দেখেছেন দর্শক। বছর ৫০-এর অভিনেত্রীর ফিটনেসের প্রতি ভালবাসার কথাও সবার জানা। নিয়ম মেনে শরীরচর্চা করেন সুস্মিতা। তার পরেও কেন হৃদ্রোগে আক্রান্ত হলেন তিনি? তা নিয়ে তাঁর ভক্তদের মধ্যে তৈরি হয়েছে জল্পনা।