ইন্দোরে ফের ধস নামল ভারতীয় ব্যাটিংয়ে, কিছুটা লড়লেন পূজারা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইন্দোর টেস্টে প্রথম দিনেই পড়েছে ১৪ উইকেট। উইকেট পতনের হার আজও তেমনই! ভারত প্রথম ইনিংসে মাত্র ৩৩.২ ওভারে ১০৯ রানে গুটিয়ে যাওয়ার পর ৪ উইকেটে ১৫৬ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনে ১৯৭ রান তুলতেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসেও ঘূর্ণির সামনে আত্মসমর্পণ করলেন বিরাট কোহলিরা। দীর্ঘসময় ক্রিজে টিকে থেকে লড়াই করলেন কেবল চেতেশ্বর পূজারা। তবে অপর প্রান্তে পরপর উইকেট তুললেন অজি বোলাররা। একাই আট উইকেট পান নাথান লিয়ঁ। দিনের শেষে ১৬৩ রানে অলআউট হয়ে গেল ভারত। মাত্র ৭৫ রানের লিড রয়েছে রোহিত শর্মার হাতে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত রান করছিলেন শ্রেয়স আয়ার। পুজারার সঙ্গে জুটি বাঁধেন তিনি। দেখে মনে হচ্ছিল, এই জুটি ভারতের লিড ১০০ পার করে দেবে। কিন্তু ২৬ রান করে আউট হয়ে দেলেন শ্রেয়স। যতক্ষণ পুজারা ছিলেন ততক্ষণ রান এগিয়ে নিয়ে যাওয়ার আশা ছিল ভারতের। কিন্তু পুজারা ৫৯ রান করে আউট হয়ে গেলে রোহিতদের বড় রানের সব আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ১৬৩ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
তৃতীয় দিন সকালে ব্যাট করতে নামবে অস্ট্রেলিয়া। ৭৬ রান করলেই ম্যাচ জিতে যাবে তারা।