← রাজ্য বিভাগে ফিরে যান
আজ থেকে চড়বে পারদ! কী বলছে আবহাওয়া দপ্তর?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোরের দিকে হালকা ঠান্ডা থাকলেও সকাল থেকে ঘন কুয়াশা ও কিছুটা গুমোটভাব। বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে বাড়বে গরম। কলকাতায় তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ থেকেই কয়েক ডিগ্রি চড়বে তাপমাত্রার পারদ। শনিবার থেকে তাপমাত্রা ছুঁতে পারে ৩৫ ডিগ্রিতে। উত্তর ও দক্ষিণ বঙ্গে শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। আগামী ৪দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।