খেলা বিভাগে ফিরে যান

ইন্দোরে লজ্জার হার রোহিতদের, বর্ডার-গাভাস্কার সিরিজ জমিয়ে দিল অজিরা

March 3, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইন্দোরে ৯ উইকেটে টেস্ট জিতল অস্ট্রেলিয়া। অজিদের সামনে জয়ের জন্য মাত্র ৭৬ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ভারত। কিন্তু তৃতীয়দিনের প্রথম সেশনে দাপটের সঙ্গে ম্যাচ জিতে সাজঘরে ফিরল অজিরা। এদিন ১৮.৫ ওভারে ১ উইকেটে হারিয়ে ৭৮ রান তুলে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। ট্রেভিস হেড ৪৯ রানে অপরাজিত ছিলেন। ৬টি চার ও ১টি ছক্কায় সাজানো ছিল তাঁর ৫৩ বলের ইনিংসে। মার্নাস ল্যাবুশানও ৫৮ বলে ২৮ রান করে অপরাজিত ছিল। ৬টি চার এসেছে তাঁর ব্যাট থেকে। ভারতের হয়ে ১টি উইকেট নেন অশ্বিন। তৃতীয় দিনের প্রথম ওভারেই উসমান খোয়াজার উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন।

ভারতকে ভারতের ঘূর্ণি অস্ত্রেই ঘায়েল করল ন্যাথান লায়ন, টড মারফিরা। নাগপুর, দিল্লির মতোই আড়াই দিনে শেষ হল এই টেস্টও। ভারতকে হারিয়ে সিরিজে ফিরল স্মিথরা। ফলে সিরিজ ড্র করার সুযোগ চলে এল তাদের সামনে। ইন্দোর টেস্টের দুই ইনিংসেই অজি স্পিনাররা কেল্লাফতে করল। এই টেস্ট হারার ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ জয় নিশ্চিত করতে পারল না রোহিতরা। ইন্দোরে জিতলে অস্ট্রেলিয়াকে টপকে বিশ্বের এক নম্বর টেস্ট দলের জায়গা পেত টিম ইন্ডিয়া। সে সুযোগও হতাছাড়া হল। একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথও কঠিন হয়ে গেল রোহিতদের জন্য। সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টটি শুরু হবে ৯ মার্চ থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Australia, #Border gavaskar trophy, #Indore Test

আরো দেখুন