দেশ বিভাগে ফিরে যান

ভেঙে গেল মিথ, প্রথম মহিলা বিধায়ক পেল নাগাল্যান্ড

March 3, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইতিহাস তৈরি হল নাগাল্যান্ডে, ভাঙল মিথ। প্রথমবারের জন্য মহিলা বিধায়ক পেল নাগাল্যান্ড। রাজ্যের মর্যাদা পাওয়ার পর কেটে গিয়েছে ছয় দশক, কিন্তু এতদিন কোনও মহিলা সদস্য ছিল না নাগাল্যান্ডের বিধানসভায়। এই প্রথম মহিলা প্রার্থীরা জয়ী হলেন। শাসকদল এনডিপিপির টিকিটে তাঁরা জয়ী হয়েছে। ডিমাপুর-৩ কেন্দ্র থেকে ৪৮ বছরের আইনজীবী ও সমাজকর্মী হেকানি জাখালু জয়ী হয়েছে। অন্যদিকে, পশ্চিম আঙ্গামি আসন থেকে সালহাউতুওনুও ক্রুজে জয় লাভ করেছেন। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের কথায়, এই জয়ের মাধ্যমে নাগাল্যান্ডে নতুন যুগের সূচনা হল।

পশ্চিম আঙ্গামি আসনে জয়ী প্রার্থী ক্রুজে একটি হোটেল পরিচালনা করেন। নির্দল প্রার্থী কেনেইঝাখো নাখরোকে হারিয়ে মাত্র ৭ ভোটে জিতেছেন ক্রুজে। লোক জনশক্তি পার্টির আজহেতো জিমোমিকে ১ হাজার ৫৩৬ ভোটে হারিয়ে দিয়েছেন আরেক মহিলা প্রার্থী জাখালু। দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী জাখালু পেশায় আইনজীবী হলেও সমাজকর্মী হিসেবেই পরিচিত। তিনি মার্কিনমুলুক দীর্ঘদিন পড়াশোনা করেছেন। রাষ্ট্রপতির হাত থেকে ‘নারীশক্তি’ পুরস্কারও পেয়েছেন জাখালু। নাগাল্যান্ডে সামাজিক ক্ষেত্রে মেয়েরা প্রথম সারিতে থাকলেও, নাগা রাজনীতিতে ব্রাত্যই ছিলেন তাঁরা। উল্লেখ্য, ২০১৭ সালে রাজ্যের পুরনির্বাচনে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল। প্রাণ হারিয়েছিলেন দুজন। যদিও এবার তেমনটা হয়নি। মোট ১৮৩ জন প্রার্থীর মধ্যে চারজন মহিলা প্রার্থী ভোটে লড়েছেন। বিদায়ী শাসক দল এনডিপিপি ছাড়াও বিজেপি ও কংগ্রেস মহিলা প্রার্থী দিয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#politics, #MLA, #Nagaland, #Woman, #Hekani jakhalu

আরো দেখুন