রাজ্য বিভাগে ফিরে যান

বসন্তে গ্রীষ্মের দাপট, উষ্ণতম দোল কাটাবে বঙ্গবাসী?

March 5, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বসন্তে ভরা গ্রীষ্মের দাপট, উষ্ণ ফেব্রুয়ারি পর মার্চের শুরু থেকে একই অবস্থা। তবে কি উষ্ণতম দোল কাটাবে বাঙালি? হাওয়া অফিস বলছে, এক সপ্তাহের মধ্যেই কলকাতাসহ বাংলার অন্যান্য জেলাগুলির তাপমাত্রা ৩৫ ডিগ্রি গন্ডি ছুঁয়ে ফেলবে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে পাশাপাশি দিনের তাপমাত্রা বাড়তেই থাকবে। যদিও বাংলায় এখনই তাপপ্রবাহের কোনও সম্ভাবনার কথা জানাচ্ছেন না আবহাওয়াবিদরা। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুদিন কলকাতা তথা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

চলতি মাস থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ চড়তে থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া বদলের তেমন কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদিও তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

TwitterFacebookWhatsAppEmailShare

#basanta utsav, #dol yatra

আরো দেখুন