মে-তেই মাধ্যমিকের ফল? দ্রুত ফলপ্রকাশ করতে অভিনব উদ্যোগ মধ্যশিক্ষা পর্ষদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবার ফল প্রকাশের পালা। দ্রুত মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করতে অভিনব উদ্যোগ নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। মে মাসের শেষে মাধ্যমিকের ফলপ্রকাশ হতে পারে। পর্ষদ তরফে জানা যাচ্ছে, চলতি বছর থেকে পরীক্ষামূলকভাবে মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ার ২টি পর্যায় অনলাইনে হবে।
উল্লেখ্য, মূল্যায়ন প্রক্রিয়ায় মূলত পাঁচটি পর্যায় রয়েছে। উত্তরপত্র দেখা, নম্বর দেওয়া, ফলপ্রকাশের আগে পর্যন্ত মোট ৫টি পর্যায়ে কাজ করে পর্ষদ। তার মধ্যে উত্তরপত্রে নম্বর সংক্রান্ত বিষয়ে মুখ্য পরীক্ষকদের কাছ থেকে নম্বর সংক্রান্ত ব্যাখ্যা তলব এবং তা যাচাই পদ্ধতি। এবার থেকে এই দুটি কাজ অনলাইনে সারতে চাইছে পর্ষদ। পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের মত, মূল্যায়ন প্রক্রিয়ার দুটি পর্যায়ে অনলাইনে হলে ফলপ্রকাশে বিলম্ব হবে না। মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের বিষয়ে আশাবাদী তিনি।প্রসঙ্গত, এতদিন পরীক্ষার্থীর নম্বর সংক্রান্ত বিষয়ে মুখ্য পরীক্ষকের ব্যাখ্যার প্রয়োজন হলে, তা নিষ্পত্তির প্রক্রিয়ায় প্রায় কুড়ি দিন সময় লাগত। সেক্ষেত্রে এই প্রক্রিয়াটি অনলাইনে করা হলে, অনেকটাই কম সময় লাগবে। অন্যদিকে, ফলপ্রকাশের আগে নম্বর যাচাইয়ের প্রক্রিয়াটিও অনলাইনে করা হলে, সময় কম লাগবে। ফলে পর্ষদ আশাবাদী, দ্রুত ফলপ্রকাশ করা সম্ভব হবে।