ভারতের কোথায় কীভাবে পালিত হয় হোলি? জেনে নিন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশজুড়ে আজ রঙের খেলা। উৎসবে মেতে ওঠেন সকলে। হোলিতে নেড়া পুড়িয়ে রঙের উৎসবের সূচনা হয়। এই উৎসবের মাধ্যমে সকল অশুভ শক্তির বিনাশের মাধ্যমে শুভ শক্তির আবাহন করা হয়।
১. বরসানা, উত্তরপ্রেদেশ
এখানে শুধু রং নয়, লাঠিমারার প্রথা সারা সারা দেশে বিখ্যাত।
২. মথুরা, উত্তরপ্রদেশ
মথুরার দোল উৎসব জগৎবিখ্যাত৷ সারা পৃথিবী থেকে মানুষ আসেন এখানে হোলি উদযাপন করতে৷
৩. উদয়পুর, রাজস্থান
রাজস্থানের উদয়পুরের রাজ পরিবারে রাজকীয়ভাবে হোলি পালিত হয়। বিশাল বড়ো শোভাযাত্রা করা হয়।
৪. নাসিক, মহারাষ্ট্র
মহারাষ্ট্রের দোল উৎসব রং পঞ্চমী নামে বিখ্যাত। হোলিকা দহনের পাঁচ দিন পরে হোলি খেলা হয়।
৫. এলাহাবাদ, উত্তরপ্রেদেশ
‘আয় রঙ মাখি শরীরে’ এলাহাবাদে অনেকটা এমনই পরিস্থিতি। এভাবেই সকলে হোলি খেলায় মাতেন।
৬. নিউ দিল্লী, দিল্লী
দিল্লির বাসিন্দাদের দোল খেলার জন্য আবির লাগবেই, এমন কোনো কথা নেই। ডিম, কাদা, দেওয়াল রঙের মত কিছু একটা হলেই চলবে।
৭. চেন্নাই, তামিলনাড়ু
কে বলে দক্ষিণ ভারতীয়রা হোলি খেলেনা?
৮. জয়পুর, রাজস্থান
সম্ভবত ভারতে একমাত্র জায়গা যেখানে হোলির সময় রঙের তুলনায় মানুষ আরও রঙিন হয়ে ওঠে। এই সময় জয়পুরে ‘হাতি উৎসব’ পালন করা হয়।
৯. কলকাতা, পশ্চিমবঙ্গ
বসন্ত ঋতুকে স্বাগত আনন্দ নগরী কলকাতাতেও মহাধুমধামে বসন্ত উৎসব বা দোল পালিত পালন করা হয়।
১০. হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ
হোলি ভারতের সর্বত্র ভাং দিয়ে শুরু হলেও এটা এক জায়গাতেই শেষ হয়, সেটা হল একমাত্র হায়দ্রাবাদ। হাদ্রাবাদী দম বিরিয়ানী!! পুরো যেন স্বর্গ!!
১১. আনন্দপুর সাহিব, পঞ্জাব
পঞ্জাবের আনন্দপুরের হোলি বেশ আকর্ষনীয়। যোদ্ধাদের দোল খেলা দেখতে হলে দেখতে হলে আসতে হবে পঞ্জাবের হোলা মোহল্লা। এখানে দলবেঁধে মার্শল আর্ট প্রদর্শন করে, গানের মাধ্যমে পালিত হয় দোল উৎসব।
১২. বৃন্দাবন, উত্তরপ্রদেশ
বৈধব্যের শ্বেতবস্ত্রকে রঙে ঢেকে দেয় বৃন্দাবনের হোলি।
১৩. শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ
দূর্গাপুজো ছাড়া একমাত্র এই শহরটি এই সময়ে রঙিন হয়ে ওঠে।
১৪. শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ
শান্তিনিকেতনে নাচ গানের মধ্যে দিয়ে দোল উৎসব পালিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিবছর শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ে এই উৎসব পালন করতেন। আবিরের সঙ্গে ব্যবহার করা হয় নানা রঙের ফুল।
১৫. গোয়া
গোয়ায় এই উৎসব ব্যাপকভাবে পালিত হয়। ঐতিহ্যবাহী শোভাযাত্রায় আঞ্চলিক নৃত্য পরিবেশিত হয়।
১৬. গুয়াহাটি, আসাম
যদি কেউ ভাবেন উত্তর-পূর্ব ভারতে হোলি পালিত হয় না, তবে তিনি ভুল ভাবছেন।
১৭. বেঙ্গালুরু, কর্ণাটক
খেলা নয় শুধুমাত্র কাজ বেঙ্গালুরুকে নিস্তেজ করে দিতে পারেনি। এই আইটি কর্মচারীরাও মজা করতে জানেন।
১৮. ইম্ফল, মণিপুর
হ্যাঁ, উত্তর-পশ্চিম ভারতীয়রাও হোলি পালন করেন। আমরা আশ্চর্য না হয়েই বলা যায় যে, এই উৎসব দেশের সীমাকে লঘ্নিত করে।
১৯. ইন্দোর, মধ্যপ্রদেশ
দেশের অন্যান্য রাজ্য গুলির মতোনই এখানেও দোল উৎসব পালিত হয়।
২০. জম্মু, জম্মু ও কাশ্মীর
যুদ্ধবিধ্বস্ত এই রাজ্যে, হোলি মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ও আনন্দ নিয়ে আসে।