← দেশ বিভাগে ফিরে যান
বিজেপি’র আমলে দেশের মহিলাদের টিপ পরা বাধ্যতামূলক!
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার নারী দিবস উপলক্ষে কর্ণাটকের কোলার জেলায় একটি মেলার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হন স্থানীয় বিজেপি সাংসদ এস মুনিস্বামী। মেলার দোকানগুলি পরিচালনার দায়িত্ব ছিল মহিলাদের হাতেই। সেরকমই একটি দোকানে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি সাংসদ। তিনি বলেন, “তুমি টিপ পরোনি কেন? তোমার স্বামী তো নিশ্চয়ই বেঁচে রয়েছেন। সাধারণ বুদ্ধি নেই নাকি?”
নেটদুনিয়ায় এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। তারপরই সমাজের বিভিন্নস্তর থেকে ক্ষোভ উগড়ে দেওয়া হয়। অনেকেই প্রশ্ন করেন, কোন মহিলা টিপ পরবে আর কোন মহিলা টিপ পরবে না, সেটাও কি এখন বিজেপি ঠিক করে দেবে? কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম টুইটারে লেখেন, “বিজেপি আসলে ভারতকে হিন্দুত্ব ইরানে পরিণত করছে। বিজেপির আয়াতোল্লারা রাস্তাঘাটে নিজেরদের মতো করে নীতি পুলিশ ছেড়ে দিয়েছে।”