← রাজ্য বিভাগে ফিরে যান
রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস? কী বলছে হাওয়া অফিস?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকের তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছে থাকবে। এতদিন গরমে হাঁসফাঁস করেছে সাধারণ মানুষ। কিছুটা স্বস্তির খবর জানাল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাংলার কয়েক জেলায় বৃষ্টি হতে পারে। যদিও গতকাল রাত থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আজও বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, মালদা ও বীরভূমে আজ থেকে বৃষ্টি নামতে পারে। জলপাইগুড়ি, বাঁকুড়া ও কলকাতায় আকাশ মেঘলা থাকলেও কলকাতায় এখনই কোনও বৃষ্টি হবে না জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।