রাজ্য বিভাগে ফিরে যান

আজ থেকে আগামী ৬ দিন শিয়ালদহ ডিভিশনে বাতিল ৩১৬টি ট্রেন

March 10, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ শুক্রবার থেকে পরের বুধবার— এই ছ’দিন মোট ৩১৬টি ট্রেন বাতিল করা হয়েছে শিয়ালদহ ডিভিশনে। স্বাভাবিকভাবেই দুর্ভোগের মধ্যে পড়তে চলেছেন সাধারণ মানুষ।

রেলের তথ্য অনুযায়ী নৈহাটি-কল্যাণী সেকশনে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থায় থার্ড লাইন চালুর জন্য কিছু জরুরি কাজ করা হবে এই সময়ে। শুক্রবার থেকে সেকারণে রানাঘাট সেকশনে ট্রেন পরিষেবা ব্যাহত হবে। শুক্রবার সংশ্লিষ্ট লাইনে মোট ৪৬টি ট্রেন আপ ও ডাউন মিলিয়ে বাতিল করা হয়েছে।

এর পাশাপাশি চলবে না চারটি দূরপাল্লার ট্রেনও। ওই লাইনে শনিবার থেকে বুধবার পর্যন্ত আপ-ডাউনে লোকাল ও দূরপাল্লা মিলিয়ে বাতিল করা হয়েছে মোট ৫৪টি করে ট্রেন ।

উল্লেখযোগ্য লোকাল ট্রেনগুলি যেগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল শিয়ালদহ থেকে নৈহাটি, কল্যাণী সীমান্ত, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বর্ধমান, ব্যান্ডেল, কাটোয়া ইত্যাদি।

দূরপাল্লার ট্রেনের মধ্যে বাতিল করা হয়েছে শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি, শিয়ালদহ-জঙ্গিপুর রোড, শিয়ালদহ-রামপুরহাট, শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জারের মতো ট্রেনগুলি বাতিল করা হয়েছে। এই ক’দিন রানাঘাট সেকশনে একাধিক ট্রেন চালানো হবে ঘুরপথে।

TwitterFacebookWhatsAppEmailShare

#trains, #sealdah, #Express Trains, #local trains

আরো দেখুন