রাজ্য বিভাগে ফিরে যান

দুবার Fee নয় ১৫ দিনের মধ্যে, রেগুলেটরি কমিশনের নির্দেশ ডাক্তারদের

March 10, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চিকিৎসকদের ফিজ নেওয়ার নয়া নিয়ম বেঁধে দিল রেগুলেটরি কমিশন। একবার ডাক্তার দেখিয়ে ফি দেওয়ার পর, সাধারণত পরবর্তী সাতদিন পর্যন্ত রিপোর্ট দেখাতে রোগীদের আর কনসাল্টটেশন ফি দিতে হত না। কোথাও কোথাও আবার অর্ধেক কনসাল্টটেশন ফিতে দ্বিতীয়বার সাতদিনের মধ্যে পরীক্ষা করা হয় রোগীকে। সেই নিয়মেই বড় পরিবর্তন নিয়ে এল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন।

নয়া নির্দেশিকা অনুযায়ী, বেসরকারি ক্লিনিক, নার্সিংহোম, হাসপাতাল ইত্যাদি জায়গায় একবার চার্জ নিয়ে রোগীকে দেখার পর, পরবর্তী ১৫ দিন ফি ছাড়াই রিপোর্ট বা রোগীকে পরীক্ষা করতে হবে ডাক্তারদের। বলাবাহুল্য, এতে বহু রোগী উপকৃত হবেন। অনেকেই টাকার কথা চিন্তা করে চেকআপ ব্যাপারটা এড়িয়ে চলেন, এক্ষেত্রে নয়া নিয়মে ১৫ দিনের মধ্যে দ্বিতীয়বার চিকিৎসকের সঙ্গে বিনামূল্যেই পরামর্শ নেওয়া যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#patients, #doctors, #fees, #West Bengal

আরো দেখুন