বিনোদন বিভাগে ফিরে যান

মাতৃহারা বলিপাড়ার ‘ধকধক গার্ল’ মাধুরী, প্রয়াত স্নেহলতা দীক্ষিত

March 12, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত হলেন প্রখ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত। আজ, ১২ মার্চ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রীর মা স্নেহলতা দীক্ষিত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। আজ বিকাল মুম্বইয়ের ওরলি শ্মশান তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। মাধুরী দীক্ষিত এবং তাঁর স্বামী শ্রীরাম নেনে যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তাঁদের প্রিয় আই, স্নেহলতা দীক্ষিত, ইহলোক ত্যাগ করেছেন।

২০২২ সালের জুন মাসে মায়ের নব্বইতম জন্মদিন পালন করেছিলেন মাধুরী। ১৯৮৪ সালে অবোধ ছবির মাধ্যমে মাধুরীর অভিনয় জীবন শুরু হয়েছিল। শ্যুটিং সেটে মাধুরীর সর্বক্ষণের ছায়াসঙ্গী ছিলেন তাঁর মা স্নেহলতা দেবী। জানা গিয়েছে, বার্ধক্যজনিক কারণেই অভিনেত্রীর মায়ের মৃত্যু হয়েছে। মায়ের প্রয়াণে মাধুরীর পরিবার শোকস্তব্ধ হয়ে পড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Madhuri Dixit Mother, #Bolllywood, #Madhuri Dixit

আরো দেখুন