রাত পোহালেই ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, অস্কারের দৌড়ে কারা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতি বছরের মতো এবারও সিনেমা জগতের সবচেয়ে বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেপ্রেমীরা। রাত পোহালেই শুরু হবে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। ভারতীয় সময় আগামিকাল সোমবার সকাল ৫টা থেকে শুরু হবে অস্কার বিতরণী অনুষ্ঠান। স্টার ওয়ার্ল্ড, স্টার মুভিজ, স্টার মুভিজ এইচডি-তে সরাসরি সম্প্রচারিত হবে অনুষ্ঠান। ডিজনি প্লাস হটস্টারের মাধ্যমেও দেখা যাবে গোটা অনুষ্ঠান। এছাড়া ইউটিউবে অস্কারের লাইভ স্ট্রিমিং হবে।
সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা চিত্রনাট্যকার, সেরা সিনেমাটোগ্রাফার, প্রোডাকশন ডিজাইন, সেরা এডিটিং, সেরা মৌলিক গানসহ মোট ২৩টি বিভাগে অস্কার দেওয়া হয়। থাকে সেরা সিনেমা বিভাগও। চলতি অস্কারে ‘Every Thing Everywhere All At Once’, নামক এক সাইফাই ছবির দিকে তাকিয়ে সবাই। ছবিটি সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রীসহ মোট ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে। ৯টি বিভাগে মনোনয়ন পেয়েছে অল কয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। এলভিস আটটি বিভাগে মনোনীত হয়েছে।
সেরা সিনেমার দৌড়ে রয়েছে অবতার: দ্য ওয়ে ওয়াটার, টপ গান: মাভেরিক, ট্রায়াঙ্গাল অফ স্যাডেনস, এলভিস, অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, ওয়ম্যান টকিং মতো ছবিগুলি। এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ান্স, দ্য বানাশিস অফ ইনিশেরিন এবং স্পিলবার্গের দ্য ফ্যাবেলম্যানস-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার জিতে নিতে পারে পিনোকিও। ‘দ্য ওয়েল’ ছবির ব্রেন্ডন ফ্রেজার আর এলভিসের অভিনেতা অস্টিন বাটলারের মধ্যে সেরা অভিনেতা হওয়ার লড়াইয়ের সম্ভাবনা থাকছে। কেট ব্লানচেট সেরা অভিনেত্রীর লড়াইয়ে আছেন। শেষ মুহূর্তে মিশেল ইও জিতে নিতে পারেন অস্কার। সেরা পরিচালকের দৌড়ে রয়েছেন এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ান্স সিনেমার দুই পরিচালক ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল স্কিনের্ট। আর কয়েক ঘন্টার অপেক্ষামাত্র।