অবশেষে প্রতীক্ষার অবসান, আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫তম শতরান কিং কোহলির
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১২০৫ দিনের প্রতীক্ষার অবসান ঘটল। সাদা বলের ক্রিকেটে বিরাটের ব্যাটে খরা কেটেছিল গত বছর। এবার সাদা জার্সিতে শতরান করলেন বিরাট। দেশের মাটিতে ৫০তম টেস্ট খেলতে নেমেছেন বিরাট। অজিদের বিরুদ্ধে চতুর্থ টেস্টে, আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫তম শতরান করলেন বিরাট।
ভারতের সামনে প্রথম ইনিংসে রানের পাহাড় দাঁড় করিয়েছিল স্মিথরা। ব্যাট করতে নেমে গতকাল শুভমন গিল শতরান করেছেন। ৫৯ রানে অপরাজিত ছিলেন বিরাট। আজ টেস্টের চতুর্থ দিনে শতরান এল বিরাটের ব্যাট থেকে। ২০১৯-এর নভেম্বরে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে শেষ শতরান করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এবার অপেক্ষা মিটল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরানের মাধ্যমে।
গতকাল শুভমন আউট হওয়ার পরে, ২৩৫ রানে পিছিয়ে ছিল ভারত। সেখান থেকে হাল ধরলেন বিরাট। একেবারে অন্য মেজাজে ধরা দিলেন তিনি। জাদেজার সঙ্গে যৌথভাবে ৬৪ রানের জুটি গড়ে এগোচ্ছিলেন। কিন্তু আউট হন জাদেজা। চলতি টেস্ট এক অন্য বিরাটকে চেনালো। দলের দায়িত্ব কাঁধে নিয়ে বাইশ গজে পড়ে থেকে খেলে গেলেন বিরাট। ২৪১ বলে ১০০ রান করেছেন বিরাট। মেরেছেন মাত্র ৫টা চার। এই প্রতিবেদন খেলা পর্যন্ত বিরাট ১২১ রানে অপরাজিত। ভারতের স্কোর ৪৩০/৫।