ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ড্র, দু’দল ৭ জুন মুখোমুখি হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৪৮০, দ্বিতীয় ইনিংস ১৭৫/২ (হেড ৯০, লাবুশানে ৬৩)
ভারত প্রথম ইনিংস ৫৭১, ম্যাচ ড্র
আমেদাবাদ টেস্টের পঞ্চম দিন অস্ট্রেলিয়ার স্কোর যখন ২ উইকেটে ১৭৫, তখন দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচ ড্র ঘোষণা করা হল। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত। বিরাট কোহলি, শুভমন গিলের সেঞ্চুরি সত্ত্বেও ম্যাচে জয় পেল না রোহিত ব্রিগেড। উসমান খোয়াজা ও ক্যামেরন গ্রিনের জোড়া সেঞ্চুরিতে চালকের আসনে ছিল অজিরাই। তবে পালটা ব্যাট করতে নেমে সেঞ্চুরি হাঁকান শুভমন গিল। সাড়ে তিন বছরের খরা কাটিয়ে সেঞ্চুরি করেন বিরাট কোহলিও। নজরকাড়া ব্যাটিং করেন অক্ষর প্যাটেল ও শ্রীকর ভরত। সেঞ্চুরি করে ম্যাচের সেরা হলেন বিরাট কোহলি।
তবে এদিন ম্যাচ শেষ ঘোষণা হওয়ার আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল ভারত। টানা দু’বার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল ভারত। এ বারের ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
ইন্দোর টেস্টে রোহিত শর্মাদের হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। যোগ্যতা অর্জন করার জন্য তাদের দরকার ছিল একটি টেস্ট জয়। অন্য দিকে, ভারতকে বর্ডার-গাওস্কর সিরিজ জিততে হত দুই টেস্টের ব্যবধানে। তৃতীয় টেস্টে হারের পর চতুর্থ টেস্টে জয় তাই এক রকম বাধ্যতামূলক হয়ে গিয়েছিল রোহিতদের জন্য। অমীমাংসিত ভাবে শেষ করতে পারলেও সুযোগ ছিল ভারতের সামনে। সে ক্ষেত্রে নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজ়ে ২-০ ব্যবধানে হারাতে হোত শ্রীলঙ্কাকে। সোমবার প্রথম টেস্টে শ্রীলঙ্কাই হেরে যাওয়ায় তাদের আর কোনও সুযোগ থাকল না।
আগামী ৭ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১১ জুন পর্যন্ত চলতে পারে খেলা। ইংল্যান্ডের কেনসিংটন ওভালে মুখোমুখি হবে দু’দল।