খেলা বিভাগে ফিরে যান

টাইব্রেকারে হিরো প্রীতম, হায়দ্রাবাদকে হারিয়ে ISL-এর ফাইনালে মোহনবাগান

March 13, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজকে সল্টলেক স্টেডিয়াম দ্বিতীয় লেগ সেমিফাইনাল ম্যাচ ছিল হায়দ্রাবাদ ও এটিকে মোহনবাগানের মধ্যে। 

দুই দল হাড্ডাহাড্ডি লড়াই চালালেও, শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল সবুজ মেরুন শিবির।

আজ দুই দলের মধ্যে খেলা ১২০ মিনিট পরেও ০-০ ভাবে অমীমাংসিত ছিল। কিন্তু টাইব্রেকার শেষে মোহনবাগান জিতল ৪-৩ গোলে। হায়দ্রাবাদের কাছে বল পজেশন ছিল ৪৫ শতাংশ ও মোহনবাগানের কাছে ছিল ৫৫ শতাংশ।

কোনও দলই রেড কার্ড দেখেনি তবে দুই দলই দুটি করে হলুদ কার্ড পায়। এটিকে মোহনবাগানের ফাউলের সংখ্যা ৮ ও হায়দ্রাবাদের ফাউলের সংখ্যা ১২।

আগামী ১৮ই মার্চ সোমবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে ফাইনালের মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু ।

TwitterFacebookWhatsAppEmailShare

#semifinal, #Hyderabad FC, #ISL, #ATK Mohunbagan

আরো দেখুন