বিনোদন বিভাগে ফিরে যান

জোড়া অস্কার! সেরা মৌলিক গান ‘নাটু নাটু’, সেরা তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

March 13, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতে নিল তে‌লুগু ছবি ‘আরআরআর’ এর গান ‘নাটু নাটু’ . অস্কার পেলেন এম এম কীরাবাণী।

পাশাপাশি, ভারতের হয়ে সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।

এর আগে ‘গোল্ডেন গ্লোব’ ও ‘ক্রিটিক্‌স চয়েস অ্যাওয়ার্ড’ জিতেছিল ‘নাটু নাটু’। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে টেক্কা দিয়েছে রিয়ানা, লেডি গাগার মতো তাবড় পপ তারকাদের। মনোনয়নের তালিকায় ছিল ‘টেল ইট লাইক আ ওম্যান’ ছবির ‘অ্যাপ্লজ়’ গানটিও।  সেই সব গানকে টেক্কা দিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন চন্দ্র বোস ও এম এম কীরাবাণীর।

অন্যদিকে গুনীত মোঙ্গা প্রযোজিত এবং কার্তিকি গনসালভেস পরিচালিত ‘দ্য এলিফেন্ট হুইস্পারার্স’ অস্কার আনল ভারতে। হস্তীশাবক রঘু ও দুই মাহুতের জীবনযাপনের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। একসময় দুর্ঘটনায় আক্রান্ত হয়ে ঘায়েল হয় রঘু । তারপর সেই ক্ষত সারিয়ে রঘুকে বড় করে তোলে বোমান ও বেলি। এই তিন ত্রয়ীর পারস্পরিক রসায়নকে পর্দায় তুলে ধরেছেন পরিচালক কার্তিকি গনসালভেস। এই ছবির প্রযোজক গুনীত মোঙ্গা। ছবি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। ’

TwitterFacebookWhatsAppEmailShare

#Naatu Naatu, #Oscars 2023, #The Elephant Whisperers

আরো দেখুন