বঙ্গ-তনয়া চালালো ছুরি-কাঁচি, অস্কার জয় ‘দ্য এলিফেন্ট হুইস্পারার্স’-এর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জোড়া অস্কার এসেছে ভারতে। এই প্রথম কোনও ভারতীয় তথ্যচিত্র হিসেবে গুনীত মোঙ্গা প্রযোজিত এবং কার্তিকি গনসালভেস পরিচালিত দ্য এলিফেন্ট হুইস্পারার্স অস্কার জিতল। এর আগে বেশ কিছু ভারতীয় তথ্যচিত্র মনোনীত হলেও, হস্তীশাবক রঘু ও দুই মাহুতের জীবনের গল্প ছিনিয়ে নিল সেরার শিরোপা। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল ছবিটি। হাউ টু মেজার আ ইয়ার, স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট, এর মতো ছবিকে টেক্কা দিল তামিল ভাষার তথ্যচিত্রটি। ভারতের এই গর্বে সঙ্গে জড়িয়ে গেল এক বাঙালি কন্যার নাম।
দ্য এলিফেন্ট হুইস্পারার্স তথ্যচিত্রটি সম্পাদনা করেছেন সঞ্চারী দাস মল্লিক। সঞ্চারী সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনী। মাস কমিউনিকেশনের স্নাতক সঞ্চারী এফটিআইআই থেকে ফিল্ম এডিটিং নিয়ে স্নাতকোত্তর করেছেন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত আলিয়া ভাট অভিনীত শানদার ছবিটির সম্পাদনার দায়িত্বে ছিলেন সঞ্চারী। এছাড়াও ২০১৯ সালের থ্রিলার ছবি সেভেন, স্বল্পদৈর্ঘ্যের ছবি গোয়িং হোম সম্পাদনা করেছিলেন সঞ্চারী।