আজ শুরু সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগ, কোথায় দাঁড়িয়ে বিরোধীরা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ থেকে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। অধিবেশনের দ্বিতীয় ধাপে মোট ১৭টি বৈঠক হবে এবং আগামী মাসের ৬ তারিখ পর্যন্ত চলবে। এক মাসব্যাপী অবকাশের পর বাজেট অধিবেশন আবার শুরু হবে যার সময় বিভাগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অনুদানের দাবি পরীক্ষা করে।
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের আগে, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় রবিবার নয়াদিল্লিতে একটি সর্বদলীয় বৈঠক ডাকেন। সেই বৈঠকে অবশ্য সব দলের সদস্যরা যাননি। তবে জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সংসদীয় কমিটিতে তাঁর ব্যক্তিগত কর্মীদের নিয়োগ করার। এই নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলবেন বলে মনে করা হচ্ছে।
সংসদের বাজেট অধিবেশন ৩১শে জানুয়ারী সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে শুরু হয়েছিল। সংসদ অধিবেশনের প্রথম পর্ব ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলে। সময়কালে, মোট ১০টি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম পর্যায়ে, রাষ্ট্রপতির ভাষণ এবং কেন্দ্রীয় বাজেট ২০২৩-৩৪-এর ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা করা হয়েছিল।