বিনোদন বিভাগে ফিরে যান

পরিচালক শ্যাম বেনেগালের অসুস্থতার কথা মিথ্যা, জানালেন তাঁর কন্যা পিয়া

March 14, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শয্যাশায়ী বরেণ্য চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল? ডায়ালিসিস চলছে তাঁর? গত কয়েকদিন ধরেই এমন খবর শোনা যাচ্ছিল সংবাদমাধ্যমে! পারিবারিক সূত্রে এসব নিয়ে যদিও কিছুই জানানো হয়নি, তাও। এবার কটি সর্বভারতীয় ইংরেজি দৈনিককে তাঁর কন্যা পিয়া জানিয়েছেন, ‘এসব তথ্যই মিথ্যে। আসলে বাবার এমন কিছু হয়নি যা বলা যেতে পারে। বাবা ভালো আছেন। এ বয়সে যতটা ভালো থাকা সম্ভব। তাঁর বয়স ৮৮ বছর। এখন কাজ থেকে বিরতি নেওয়া প্রয়োজন’।

কিছু সংবাদমাধ্যমে প্রচার করা হচ্ছিল শ্যাম বেনেগাল অসুস্থ এবং বাড়িতেই তাঁর ডায়ালিসিস চলছে। তাঁকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এ সমস্তই মিথ্যে বলে উড়িয়ে দেন শ্যাম বেনেগাল-কন্যা পিয়া।

শ্যাম বেনেগাল পদ্মশ্রী (১৯৭৬), পদ্মভূষণ (১৯৯১) সম্মানে ভূষিত হয়েছেন। ২০০৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন তিনি

TwitterFacebookWhatsAppEmailShare

#Shyam benegal, #Health

আরো দেখুন