আদানী গ্রুপে SBI-র বিনিয়োগ কত? ‘গোপন তথ্য’ নিয়ে নিরব মোদী সরকার?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী সরকার ক্ষমতায় আসার পর গৌতম আদানীর সংস্থা ক্রমশ ফুলে ফেঁপে ওঠে। আদানী গোষ্ঠীর বিরুদ্ধে একাধিকবার জালিয়াতির অভিযোগ উঠলেও অজানা কারণে বর্তমান কেন্দ্রীয় সরকার নিরবতা পালন করেছে।
সম্প্রতি ‘হিন্ডেনবার্গ রিসার্চ’-এর তদন্ত রিপোর্ট অনুযায়ী আদানীর ছ’টি কোম্পানিতে এলআইসির বিনিয়োগ করে স্টক মার্কেটে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছিল LIC। বিনিয়োগের পরিমাণ কত? সংসদে একপ্রশ্নের জবাবে লিখিতভাবে মোদী সরকার জানিয়েছে ৬ হাজার ১৮২ কোটি ৬৪ লক্ষ টাকা।
আদানী গোষ্ঠীতে SBI-র বিনিয়োগ কত?
আদানী গ্রুপে SBI-র বিনিয়োগের পরিমাণ জানতে চাওয়া হলে সেই প্রশ্নের জবাব কায়দা করে এড়িয়ে গেল মোদী সরকার। SBI-র নির্দিষ্ট একটি নিয়মকে হাতিয়ার করে কেন্দ্রের সাফাই, এটা গোপন তথ্য। বলা যাবে না। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘কোম্পানির অবস্থা বিচার করেই ব্যাঙ্ক ঋণ দেয়। কিন্তু কত টাকা দেওয়া হয়েছে, তা বলা যাবে না।’ এছাড়া তিনি লিখিতভাবে জানিয়েছেন, ৩১ ডিসেম্বর ২০২২ সালের হিসেব অনুযায়ী আদানীর ছ’টি কোম্পানিতে ৬ হাজার ৩৪৭ কোটি ৩২ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়েছিল।