দেশ বিভাগে ফিরে যান

এলপিজি সিলিন্ডারের ক্রমবর্ধমান দাম নিয়ে সংসদে সরব বিরোধীরা

March 15, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাজেট অধিবেশনের দ্বিতীয় দফায় আদানিকাণ্ড নিয়ে বিরোধীদের যৌথ সংসদীয় কমিটি গড়ার দাবিতে তেতে ওঠে সংসদের উভয় কক্ষ। এর পাশাপাশি রাজ্যসভায় অস্কারের মঞ্চে ভারতের জয়জয়কার নিয়ে শিল্পীদের অভিনন্দন জানানোও হয়।

আদানিকাণ্ড নিয়ে জেপিসির দাবি করছে বিরোধীরা। তাতে রাজি নয় মোদী সরকার। বাজেট অধিবেশনের দ্বিতীয় দফায় তা নিয়ে প্রত্যাশিত ভাবেই উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ। এই পরিস্থিতিতে বিজেপি পাল্টা আঘাত হানতে অস্ত্র করছে ইংল্যান্ডে রাহুলের বক্তৃতাকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ ছাড়া বিশেষ উপায়ও নেই সরকারের হাতে। সব মিলিয়ে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে সংসদে স্বাভাবিক কাজকর্ম হয়নি। সাংসদদের হল্লা থামাতে দুই কক্ষের অধিবেশনই মুলতুবি করে দেওয়া হয়।


আদানিকাণ্ড নিয়ে জেপিসির দাবিতে সংসদের ঠিক বাইরে গান্ধী মূর্তির সামনে ধর্না দেন তৃণমূল সাংসদরা। হিন্ডেনবার্গের রিপোর্টের পর আদানি গোষ্ঠীকে বাঁচাতে এসবিআই এবং এলআইসির টাকা ঢালা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। যে স্টেট ব্যাঙ্ক এবং এলআইসিতে কোটি কোটি সাধারণ মানুষের অর্থ গচ্ছিত রয়েছে। তৃণমূলের অভিযোগ, সাধারণ মানুষের টাকা লুট করাই বিজেপি সরকারের উদ্দেশ্য।


বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের আগে, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় রবিবার নয়াদিল্লিতে একটি সর্বদলীয় বৈঠক ডাকেন। সেই বৈঠকে অবশ্য সব বিরোধী দলের সদস্যরা যাননি। তবে জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সংসদীয় কমিটিতে তাঁর ব্যক্তিগত কর্মীদের নিয়োগ করার। এই নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে।

১৫ মার্চ, বুধবার ফের তৃণমূল কংগ্রেসের সাংসদরা এলপিজি সিলিন্ডারের ক্রমবর্ধমান দাম নিয়ে সংসদে বিক্ষোভ দেখান।
সাংসদরা মহাত্মা গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখান এবং তাদের দাবিগুলি সামনে রেখে স্লোগান দেন।


“টিএমসি তার নিজস্ব ইস্যু এবং সংসদে নিজস্ব এজেন্ডা নিয়ে প্রতিবাদ করবে”, সংবাদ সংস্থা পিটিআইকে বলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #Oppositions, #LPG Price Hike, #Protest

আরো দেখুন