শিয়ালদহ মেইন শাখায় দুর্ভোগ অব্যাহত, কবে মিটবে ভোগান্তি প্রশ্ন নিত্যযাত্রীদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিয়ালদহ মেইন শাখায় অব্যাহত যাত্রীদের ভোগান্তি। প্রতিদিনই দুপুরের পর থেকে দেরিতে চলছে ট্রেন। নৈহাটি থেকে কল্যাণী স্টেশনের মধ্যে সমস্যা সবচেয়ে বেশি হওয়ার কারণে, নিত্যযাত্রীরা ট্রেন ছেড়ে সড়কপথে যাতায়াত করেছেন। সময়ের মধ্যে কর্মস্থলে পৌঁছনোর তাগিদে বাধ্য হয়ে শেয়ারে গাড়ি ভাড়া করছেন অনেকেই। যদিও রেল সূত্রের খবর, নৈহাটি থেকে শিয়ালদহ পর্যন্ত ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। রেলের দাবি, শিয়ালদহ থেকে বারাকপুর পর্যন্ত নিত্যযাত্রীদের দুর্ভোগ কিছুটা কমেছে।
জানা গিয়েছে, নৈহাটি থেকে কল্যাণী পর্যন্ত ৩ নম্বর লাইনে ইন্টারলকিংয়ের কাজ চলায় এই সমস্যা হচ্ছে। প্রতিদিন দুপুরের পর থেকে প্রতিটি ট্রেন কমপক্ষে ৫০ মিনিট থেকে ২ ঘণ্টা পর্যন্ত দেরিতে চলছে। অনেক ট্রেন বাতিল হওয়ায় দুর্ভোগ আরও বাড়ছে। সোদপুরের পর থেকে ট্রেনের গতি আরও কমছে। কোনও কোনও স্টেশনে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড় করিয়ে রাখা হচ্ছে। নিত্যযাত্রীদের অনেকেই রেলপথ এড়িয়ে বাস ও শেয়ার গাড়িতে যাতায়াত করেছেন। তবে নিত্যযাত্রীরা শঙ্কিত, কারণে অনেকেই গাড়ি ভাড়া করে আসছেন। সেক্ষেত্রে মোটা টাকা খরচ হচ্ছে। এমন চলতে থাকলে, তাদের পক্ষে সংসার চালানো দায়, এমনটাই বলছেন কেউ কেউ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ট্রেন সমস্যার কারণে নাজেহাল হতে হচ্ছে পরীক্ষার্থীদেরও। রেলের পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।