সিকিমে প্রবল তুষারপাত, পর্যটকদের উদ্ধার করতে সেনা, নাথুলায় ট্যুরিস্ট পারমিট বন্ধ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কয়েকদিন আগে তুষারপাতের জেরে সিকিমের ছাঙ্গু সহ বিভিন্ন এলাকায় পর্যটকরা আটকে পড়েছিলেন। সেই পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার সিকিমজুড়ে ফের প্রবল তুষারপাত হয়। স্থানীয় সূত্রের খবর, যার ফলে ভারত-চীন সীমান্তের নাথুলা, বাবা মন্দির, ছাঙ্গু লেক এলাকায় প্রায় ২০০টি গাড়িতে ১০০০ জন পর্যটক আটকে পড়েন। তাঁদের মধ্যে বয়স্ক, শিশু ও মহিলা ছিলেন। রাতের মধ্যে তাঁদের উদ্ধার করে গ্যাংটকে নামিয়ে আনে সেনাবাহিনী। এরপর শুক্রবার পর্যটকরা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছন।
সিকিমে উদ্ধার হওয়া পর্যটকদের তালিকায় বাংলার ১০০ জন রয়েছেন বলে জানা গিয়েছে। সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, উত্তর-পশ্চিম ভারত থেকে উত্তরবঙ্গে বাতাসের উপরিভাগে নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সঙ্গে বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত পরিমাণ জলীয় বাষ্পের জোগান হয়েছে। তার জেরেই এমন আবহাওয়া। তা পাঁচ থেকে ছ’দিন থাকবে। পর্যটকদের সুরক্ষায় শুক্রবার থেকে নাথুলা, বাবা মন্দির, ছাঙ্গু লেকে ট্যুরিস্ট পারমিট বন্ধ করেছে সিকিম সরকার।