বিশাখাপত্তনমে ভারতের ব্যাটিং বিপর্যয়, সিরিজে সমতা ফেরালো অজিরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মিচেল স্টার্কের দুরন্ত বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় ব্যাটিং লাইনআপ। সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফেরালো স্মিথরা। এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক। কোনও ভারতীয় ব্যাটসম্যানই অজি বোলারদের সামনে দাঁড়াতে পারলেন না। সুইং আর গতিতেই বাজিমাত করলেন মিচেল স্টার্ক। ২৬ ওভারে মাত্র ১১৭ রানে গুটিয়ে গেল ভারত। ৫৩ রানে ৫ উইকেট নেন স্টার্ক। শন অ্যাবট ৩ উইকেট পেয়েছেন, দুটো উইকেট পেয়েছেন ন্যাথান এলিস। জবাবে ব্যাট করতে নেমে ১১ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ১০ উইকেটে জয়ী হয় অজিরা।
বিরাট কোহলি ৩১ রান করে আউট হন, অক্ষর প্যাটেল ২৯ অপরাজিত ছিলেন। এছাড়া কেউ রান পাননি। মিচেল স্টার্ক, শন অ্যাবট, নাথান এলিসদের সুইংয়ের সামনে ভারতকে একেবারেই অসহায় দেখাল। ম্যাচের তৃতীয় বলে শুভমান গিলকে আউট করেন মিচেল স্টার্ক। শূন্য রানে ফেরেন শুভমান। ব্যক্তিগত ১৩ রানে রোহিত শর্মা স্টার্কের বলে স্লিপে স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। পরের বলেই সূর্যকুমারকে আউট করেন স্টার্ক। পরপর ২ ম্যাচে গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন সূর্যকুমার। ৯ রানে লোকেশ রাহুলকে ইনসুইংয়ে পরাস্ত করেন মিচেল স্টার্ক। পরের ওভারেই শন অ্যাবট আউট করেন হার্দিক পান্ডিয়াকে। কোহলি ও রবীন্দ্র জাদেজা জুটি বেঁধে লড়ছিলেন। নাথান এলিসের বলে বিরাট কোহলি ফিরে যান। ৩৫ বলে ৩১ রান করে এলবিডব্লু হন কোহলি। জাদেজাকেও আউট করেন এলিস।
জবাবে ব্যাট করতে নেমে সহজ জয় ছিনিয়ে নেয় অজিরা। দুই ওপেনার অর্ধশতরান পূরণ করেন। মিচেল মার্শ ৩৬ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন। আরেক ওপেনার ট্রেভিস হেড ৫১ রানে অপরাজিত ছিলেন। অজিদের সর্বশেষ স্কোর হয় ১২১/০। ১১ ওভার হাত ঘুরিয়েও ভারতীয় বোলাররা বিপক্ষের একটি উইকেটও পাননি।