খেলা বিভাগে ফিরে যান

মোহনবাগান থেকে এটিকে মোহনবাগান, জেনে নিন ছ’বার ভারতসেরা হওয়ার ইতিহাস

March 19, 2023 | 2 min read

ছবি সৌজন্যে: ATK Mohun Bagan FC

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গোয়ায় সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে ফের ভারতসেরা হল সবুজ-মেরুন শিবির। আবারও দেশসেরার তকমা নিয়ে কলকাতায় ফিরল মেরিনার্সরা। ২০২০ সালের পর ফের ভারতসেরার ট্রফি বাগানে। এ নিয়ে ছ’বার ট্রফি ঢুকল বাগান তাঁবুতে। আগেই তিন বার জাতীয় লিগ ও দু’বার আই লিগ জিতেছিল সবুজ-মেরুন শিবির। এটিকে আসার পর এই প্রথম আইএসএল চ্যাম্পিয়ন হল তারা।

১৯৯৭-১৯৯৮ সালে প্রথম বারের জন্য জাতীয় লিগ জিতেছিল মোহনবাগান। ছবি সৌজন্যে: goal.com

১৯৯৭-১৯৯৮ সালে প্রথম বারের জন্য জাতীয় লিগ জিতেছিল মোহনবাগান। ১৯৯৯-২০০০ সালে ফের ভারতসেরা হয় তারা। ২০০১-২০০২ মরশুমে তৃতীয়বারের জন্যে জাতীয় লিগ জয়ের স্বাদ পায় মোহনবাগান।

২০০৭-০৮ সাল জাতীয় লিগের নাম বদলে হয় আই লিগ। ১৩ বছর পর ২০১৪-১৫ সালে চতুর্থবারের জন্যে দেশের সেরা হয় পাল তোলা নৌকোরা।

২০১৯-২০ মরশুমে মোহনবাগান শেষ আই লিগ জিতে নেয়। পঞ্চমবার ভারতসেরা হয় সবুজ-মেরুন। এরপরই এটিকের সঙ্গে জুড়ে তৈরি হয় এটিকে মোহনবাগান।

২০১৯-২০ মরশুমে শেষ আই লিগ জয়ী মোহনবাগান। ছবি সৌজন্যে: ILeagueOfficial

এবার টাইব্রেকারে বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়ে ষষ্ঠবার দেশসেরা হল কলকাতা ময়দানের রাজা মোহনবাগান।

২০২২-২৩ মরশুমের ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান। ছবি সৌজন্যে: ISL
TwitterFacebookWhatsAppEmailShare

#i league, #Mohun Bagan, #Champion, #Mohun Bagan A.C., #Mohun Bagan fc, #ISL, #ATK Mohunbagan

আরো দেখুন