← রাজ্য বিভাগে ফিরে যান
আজও রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কী বলছে আবহাওয়া দপ্তর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজকের তাপমাত্রা ২৩ ডিগ্রির কাছে থাকতে পারে বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের প্রত্যেক জায়গাতেই ৫০ কিমি ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হবে। সোমবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা হাওয়া অফিসের মতে।
দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শিলা বৃষ্টি হতে পারে। আগামী ৫ দিন উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টির পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার অর্থাৎ আজ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা, দুই দিনাজপুর, কোচবিহার ও আলিপুরদুয়ারে।