দেশ বিভাগে ফিরে যান

কর্ণাটকে নারী স্বাধীনতায় হস্তক্ষেপ, অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

March 20, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এক দল মহিলাকে হেনস্থা করার অভিযোগ উঠল বজরং দলের বিরুদ্ধে। বলাবাহুল্য, ভ্যালেন্টাইনস্ ডে থেকে শুরু করে সিনেমার স্ক্রিনিং সব বিষয়েই দাদাগিগির চালায় এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। বজরং দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তারা একটি লেডিজ নাইট পার্টি ভেস্তে দিয়েছেন।

শুক্রবার রাতে কর্ণাটকের শিবমোগার একটি হোটেলে পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টিকে কেন্দ্র করে প্রবল আপত্তি জানায় বজরং দল। তাদের দাবি, এই ধরনের পার্টি নাকি হিন্দু সংস্কৃতির বিরোধী। অভিযোগ উঠছে, বজরং দল পার্টি চলাকালীন প্রায় ৭০ জন মহিলাকে হোটেল ছেড়ে চলে যেতে বাধ্য করে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Karnataka, #Bajrang Dal, #ladies, #Ladies night party, #Shivamogga, #Women

আরো দেখুন