নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের বিলবোর্ডে চলল ‘দোস্তজী’র টিজার, আপ্লুত পরিচালক
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রসূন চট্টোপাধ্যায় পরিচালিত ‘দোস্তজী’ ইতিমধ্যেই দেশ-বিদেশে বন্দিত হয়েছে, জিতে নিয়েছে একাধিক পুরস্কার। এবার নিউ ইয়র্ক শহরের বিখ্যাত টাইম স্কোয়ারের বিলবোর্ডে চলল ‘দোস্তজী’র টিজার। যা দেখে আপ্লুত হলেন পরিচালক।
প্রসূনের ছবিটি বন্ধুত্বের গল্প বলে। রক্তের সম্পর্কের বাইরে গিয়ে মানুষ প্রথম যে সম্পর্ক তৈরি করে, তা হল বন্ধুত্ব। ছবিতে আকাশভরা বন্ধুত্বের গল্প বুনেছেন পরিচালক। বাহুল্যবর্জিত এক ছবি, যা সকলকে মুগ্ধ করেছে। ছবিতে বাংলার মাটি-জল-হাওয়া-রোদে রয়েছে। অনাড়ম্বর আনন্দ-বিষাদ-মাখা জীবনের উদ্যাপন এই ছবি।
‘দোস্তজী’ ছবিতে দেখানো হয়েছে ভারত-বাংলাদেশের সীমান্ত ঘেঁষা এক গ্রামের দুই বালক পলাশ আর সফিকুল পাশাপাশি বাড়িতে থাকে। ওরা এক স্কুলে পড়ে, একসঙ্গে স্কুলে যায়। এই নিখাদ বন্ধুত্বকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে গোটা বিশ্ব। বিশ্ব জয়ের পর এবার মার্কিন মুলুকে চলল দোস্তজীর টিজার। ছবির পরিচালক প্রসূন এখন সেখানেই রয়েছে। তিনি নিজের সৃৃষ্টিকে টাইমস স্কোয়ারে দেখে, আবেগ-আপ্লুত হয়ে পড়েছেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ” অনুভূতিটা আসলে ঠিক কেমন সেটা লিখে অথবা বলে বোঝাতে পারবনা। যখন নিজের দেশে, নিজের শহরে ‘দোস্তজী’ রিলিজ হয়েছিল তখন আমরা একটা বড় পোস্টার, একটা হোর্ডিং, কিছুই দিতে পারিনি, আমাদের অর্থনৈতিক সামর্থ্য ছিলনা। তবুও সেই ছবি বাংলার দর্শকদের ভালবাসায় একটানা বারো সপ্তাহ সিনেমাহলে চলেছে।
আমেরিকাতে এসে জানতে পারলাম ‘দোস্তজী’ র টিজার/ট্রেইলার চলছে নিউ ইয়র্ক শহরের বিখ্যাত টাইম স্কোয়ারের বিশাল দানবীয় সব বিলবোর্ডে। যেখানে হলিউডের সব তাবড়-তাবড় ছবির টিজার/ট্রেইলার চলে সেখানে বাংলা ভাষার এক ছবি!! বাংলা ভাষার প্রথম ছবি হিসেবে ‘দোস্তজী’ চললো টাইম স্কোয়ারের বিলবোর্ডে। নিউ ইয়র্ক শহরের টাইমস স্কোয়ারে বাংলা ছবির এক ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম আমি নিজেও।”