দেশ বিভাগে ফিরে যান

‘দ্য মোদী কোয়েশ্চেন’ স্ক্রিনিংয়ের অপরাধে ২ ছাত্রকে বহিষ্কার দিল্লি বিশ্ববিদ্যালয়ের

March 20, 2023 | < 1 min read

দুই ছাত্রকে বহিষ্কার করল দিল্লি বিশ্ববিদ্যালয়, ছবি সৌজন্যে- HT

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিবিসির তথ্যচিত্র ‘দ্য মোদী কোয়েশ্চেন’-কে ঘিরে উত্তাল গোটা দেশ। তথ্যচিত্রর স্ক্রিনিং ঘিরে নানান বিতর্ক তৈরি হয়েছিল। এবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে গুজরাত দাঙ্গার উপর ভিত্তি করে তৈরি তথ্যচিত্র প্রদর্শন করার কারণে, দুই ছাত্রের পরীক্ষায় বসার উপর নিষেধজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয়। দুই ছাত্রের মধ্যে একজন কংগ্রেস যুব শাখার নেতা।

নিষেধাজ্ঞা পাওয়া দুই ছাত্র হলেন, নৃবিজ্ঞানের গবেষক লোকেশ চুঘ এবং আইনের ছাত্র রবীন্দ্র। ১০ মার্চের স্মারকলিপি অনুসারে, এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা কোনও পরীক্ষায় বসতে পারবে না। ২৭ জানুয়ারি তথ্যচিত্র প্রদর্শনে জড়িত থাকার অভিযোগে, আরও ছ’জন ছাত্রকে শাস্তি দেওয়া হয়েছে, বলে খবর মিলেছে। তবে ওই ছয় পড়ুয়াকে কী শাস্তি দেওয়া হয়েছে, তা জানা যায়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে, তারা দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে এবং ছ’জন শিক্ষার্থীকে কম শাস্তি দেওয়া হয়েছে। বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবককেও ডাকা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিবিসির তথ্যচিত্র প্রদর্শনের কারণে লোকেশ চঘুর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। শাস্তিস্বরূপ লোকেশকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় পরীক্ষায় বসতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Gujarat Riots, #BBC Documentary, #Delhi University

আরো দেখুন