চৈত্র মাসে চুল উৎসর্গ করার উৎসব পালিত হয় ওড়িশার তারা-তারিণীর মন্দিরে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওড়িশার গঞ্জাম জেলার বহরমপুরের কিছু দূরে ঋষিকুল্লা নদীতীরে কুমারীপর্বতে রয়েছে মা তারা-তারিণীর মন্দির। মন্দিরটি ৫১পীঠের অন্যতম এক পীঠ। বলা হয়, এখানে দেবীর স্তন পতিত হয়েছে। স্তনরূপীব্রহ্মশিলার একটিকে তারা অপরটিকে তারিণী বলা হয়। চৈত্র মাসে এই মন্দিরে বিশেষ পুজো হয়। চৈত্র মাসের প্রতি মঙ্গলবার এই পুজো হয়। তারা-তারিণীর মন্দিরের অন্যতম বড় উৎসব এটি।
প্রতিদিন ভোর পাঁচটা থেকে রাত এগারোটা অবধি মন্দির খোলা থাকে। টিলার চূড়ায় এবং টিলার পাদদেশে ভক্তরা সোমবার রাত থেকেই ভিড় জমান। দ্বিতীয় ও তৃতীয় মঙ্গলবারকে সবচেয়ে পূর্ণ তিথি বলে মনে করা হয়। এই দু’দিন সবচেয়ে বেশি ভক্ত সমাগম হয়। ভক্তরা চলন্তি প্রতিমায় পুজো করেন। গর্ভগৃহে তারা পুজো দেন। এছাড়াও দেবীর উদ্দেশ্যে চুল উৎসর্গ করেন ভক্তরা।
টিলার চূড়ায় ২৫০ জন নাপিত বসেন। টিলার পাদদেশে পাঁচশো জন নাপিত বসেন। তারা ভক্তদের চুল কাটেন। সোমবার রাত থেকে চুল কাটা শুরু হয়, যা মঙ্গলবার সন্ধ্যে ছ’টা অবধি চলে। এই সময়ে ভক্তদের বিশেষ খিচুড়ি ভোগ দেওয়া হয়।