← রাজ্য বিভাগে ফিরে যান
রাজ্যে আজ কোথায় হবে বৃষ্টি, কী বলছে আবহাওয়া দপ্তর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তরের জানাচ্ছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে এবং কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আছে । কিছু জায়গায় ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী ২ দিন কলকাতায় মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের কোচবিহার এবং দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। তারা আরও জানিয়েছে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে চলেছে। উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাবে বুধবার থেকে।