লোকসভা নির্বাচনের প্রাককালে দ্বিতীয় দফায় মোদী বিরোধী আন্দোলনে নামবেন কৃষকরা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার প্রাককালে দ্বিতীয় দফার মোদী বিরোধী কৃষক আন্দোলন কর্মসূচির সূচনা করল কৃষকরা। গতকাল দিল্লির রামলীলা ময়দান থেকে কৃষক সংগঠনগুলি হুঁশিয়ারি দিয়েছে, এমএসপি আইনের প্রতিশ্রুতি পূরণ না করলে ফের দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন কৃষকরা।
গতকাল মোদী সরকারের কৃষিমন্ত্রী নরেন্দ্রসিং তোমারের সঙ্গে দেখা করে একটি চিঠি ও স্মারকলিপি দেন আন্দোলনকারী কৃষকরা। প্রথম দফার আন্দোলনের পর ১৫ মাস অতিক্রান্ত, কিন্তু আজও প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে কোনও পদক্ষেপ করেনি মোদী সরকার। আন্দোলনকারী কৃষকরা জানিয়েছেন, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে আইনের অধীনে নিয়ে আসা, বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার, কৃষকদের মাসিক পাঁচ হাজার টাকা পেনশনের মতো একাধিক গুরুত্বপূর্ণ দাবিতে আগামীতে আন্দোলন আরও জোরালো হবে। দাবিগুলি আদায়ে ভারতজুড়ে রাজ্যে রাজ্যে সম্মেলনের আয়োজনের পাশাপাশি দেশজুড়ে মিছিল করবে কৃষকরা।