রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার অভিনব উদ্যোগ, তৈরি হচ্ছে ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের যৌথমঞ্চ

March 22, 2023 | < 1 min read

শিক্ষক ও পড়ুয়া, ছবি সৌজন্যে- akdn.org

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের মত বিনিময়ের জন্যে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তৈরি হচ্ছে যৌথমঞ্চ। মেডিক্যাল ও ডেন্টাল কলেজের পড়ুয়া এবং তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীরা যৌথমঞ্চ ব্যবহার করবেন। ডেটা অ্যানালিসিস অ্যান্ড সাইবার সিকিউরিটি, বায়ো ওয়েস্ট ম্যানেজমেন্ট, মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চসহ ছটি বিষয়ে তাঁরা বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করবেন। এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে, আনুষ্ঠানিকভাবে ‘হেকোমেড’ শীর্ষক এই কর্মসূচি শুরু করা হবে।

এই কাজের প্রস্তুতি হিসেবে গত ১৫ মার্চ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে ডিজিটাল হেল্থ প্রোগ্রাম আয়োজিত হয়েছে। ১৬টি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ২০০ ছাত্রছাত্রী সেখানে হাজির ছিলেন। ভার্চুয়ালি প্রায় ৪০ জন পড়ুয়া ছিলেন। ১৭ ও ১৮ মার্চ পুরুলিয়া এবং ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে একই ধরণের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সমস্যার সমাধান খোঁজার কাজে যাঁরা সেরা বিবেচিত হবেন, তাদের ৬ লক্ষ টাকা অর্থমূল্য পুরস্কার দেওয়া হবে বলেও জানা গিয়েছে। ছটি বিষয়ের প্রতিটিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীর জন্য থাকছে ১ লক্ষ টাকা অর্থমূল্যের পুরস্কার। এ বিষয়ে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই স্বাস্থ্য অধিকর্তাসহ পদস্থ কর্তারা গতকাল বৈঠকে বসেছিলেন। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন কর্মসূচি এই প্রথম নেওয়া হল। চিকিৎসক এবং প্রযুক্তিবিদের চিন্তাভাবনার মেলবন্ধন থাকা খুব জরুরি, দুই বিভাগের পড়ুয়ারা মত বিনিময়ের মাধ্যমে কাজ করলে, তার দ্রুত সুফল মিলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #students, #Engineering Students, #medical students

আরো দেখুন