দেশ বিভাগে ফিরে যান

৫ এপ্রিল দিল্লির রাজপথে নামবেন অন্নদাতারা, ফের শুরু হচ্ছে কৃষক আন্দোলন?

March 22, 2023 | < 1 min read

দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন কৃষকরা, ছবি সৌজন্যে- Alamy

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের শুরু হচ্ছে কৃষক আন্দোলন? গতকাল কৃষক, খেতমজুর এবং শ্রমিক সংগঠনগুলি জানিয়েছে, আগামী ৫ এপ্রিল দিল্লির রাজপথে কিষান-মজদুর মিছিল হবে। মোদী সরকারের চার শ্রম কোড বাতিল, ন্যূনতম মাসিক মজুরির পরিমাণ ২৬ হাজার টাকা ও ন্যূনতম মাসিক পেনশন ১০ হাজার টাকা করাসহ ১৩ দফা দাবিতে আন্দোলনকারী সংগঠনগুলি দিল্লি চলো কর্মসূচির ডাক দিয়েছে। তবে কি দ্বিতীয় দফায় মোদী সরকারের বিরুদ্ধে অন্দোলনে নামছেন কৃষকরা?

TwitterFacebookWhatsAppEmailShare

#Farmers Movement, #Delhi Farmers Protest, #Protest, #Farmers' protest

আরো দেখুন